হৃদয়স্পর্শী প্রেমের গল্পে সজল-নাদিয়া
Published: 11th, July 2025 GMT
অভিনয়শিল্পী আবদুন নূর সজল ও সালহা খানম জুটি হয়ে ‘প্রিয় কবিতা’,‘ইচ্ছে দহন’সহ অসংখ্য নাটেকে অভিনয় করেছেন। এবার এই জুুটিকে দেখা যাবে ‘বর্ষা বিহনে’ নাটকে। হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান রিজভী। পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। নাটকটি প্রচার হবে এশিয়ান টিভিতে
আজ ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেয়া হবে।
সজল-নাদিয়া ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছন সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।
এতে অভিনয় প্রসঙ্গে সালহা খানম নাদিয়া বলেন, নাটকটির গল্প অসাধারণ। বেশ বিরতির পর সজল ভাইয়ের সঙ্গে কাজ করেছি। গল্প ও চরিত্র মিলে নাটকটি দর্শকের পছন্দ হবে বলে আশা করছি।’ নাটকটির আবহ সংগীত করেছেন ওয়ালিদ আহমেদ, চিত্রগ্রহণ হাসান জুয়েলের, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনে কাজ করেছেন নীল।
নাটকটির রচয়িতা রেজাউর রহমান রিজভী বলেনম, ‘বর্ষা বিহনে’ নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি। আশা করছি নাটকটি দর্শকে মন ভরাবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: সজল ন দ য় নদ কর ছ ন র গল প ন টকট
এছাড়াও পড়ুন:
সমালোচনা ভুলে ৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে চিরঞ্জীবীর রোমান্স
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। হাঁটুর বয়েসি নায়িকা শ্রুতি হাসানের সঙ্গে ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমায় জুটি বেঁধে রোমান্স করতে দেখা গিয়েছে তাকে। তারও আগে ‘আচার্য’ সিনেমায় কাজল আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন এই তারকা অভিনেতা। এবার ৩৮ বছরের ছোট এক নায়িকার সঙ্গে পর্দায় রোমান্স করবেন চিরঞ্জীবী।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, চিরঞ্জীবীর পরবর্তী সিনেমা ‘মেগা ১৫৮’। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমা নির্মাণ করবেন পরিচালক ববি কলি। সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন মালবিকা মোহনান। সবকিছু ঠিক থাকলে ৩২ বছর বয়সি মালবিকা ৭০ বছরের চিরঞ্জীবীর সঙ্গে রোমান্স করবেন। তাদের মাঝে বয়সের ব্যবধান ৩৮ বছরের।
আরো পড়ুন:
কানতারা টু: ‘রাজকন্যা কঙ্কাবতী’ রুক্মিণীকে কতটা জানেন?
তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য
‘মেগা ১৫৮’ সিনেমা প্রযোজনা করবেন কেভিএন প্রোডাকশন। আগামী ৫ নভেম্বর পূজা-আর্চনার মধ্য দিয়ে সিনেমাটির যাত্রা শুরু করবেন নির্মাতারা। তবে ২০২৬ সালের জানুয়ারিতে দৃশ্যধারণের কাজ শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
চিরঞ্জীবীর হাতে এখন চারটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। অন্যদিকে, তামিল ভাষার ‘সরদার টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মালবিকা। তেলেগু ভাষার ‘রাজা সাব’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রভাস।
ঢাকা/শান্ত