জুলাইযোদ্ধারা ৭১-এর মুক্তিযোদ্ধাদের সুযোগ্য উত্তরসূরি: ড. ইকবাল হোসেন
Published: 11th, July 2025 GMT
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো: ইকবাল হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতা বীরত্ব ও ত্যাগের মধ্যদিয়ে প্রমাণ করেছেন তারা ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীরমুক্তিযোদ্ধাদের সুযোগ্য উত্তরসূরী।
নাগরিক ও পেশাজীবী হিসেবে সবাইকে নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বাংলাদেশকে একটি বৈষম্যহীন আত্মমর্যাদাশীল সমৃদ্ধি, সম্প্রীতি ও শান্তির স্থিতিশীল রাষ্ট্রশক্তিতে পরিণত করার মধ্যদিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান দেখাতে হবে।
শুক্রবার সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি কাজী সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সম্মিলিত নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক কবির প্রধান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-ছড়াকার ও সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, যুব কাউন্সিলর মেহরাব হোসেন অপু, খোলা কাগজ’র পাঠক সংগঠন এগারজন’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুভ, সমাজকর্মী মোক্তার হোসেন মুক্তু, ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরামের মনিরুল ইসলাম মনির প্রমুখ।
জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আফজাল হোসেন পন্টি বলেন, জুলাই যোদ্ধারা আমাদের দেখিয়ে দিয়েছেন দেশের চেয়ে বড় কিছু নেই। সমাজের যে রীতি-নীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শুধু তরুণদেরই আছে। যুবরা সেই তারুণ্যের উপর ভর করে দেশের কাজে নিয়োজিত থাকবে বলে আমাদের প্রত্যাশা।
পরে অতিথিরা মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে উদ্বোধন করেন। প্রথম দিনে প্রায় তিন শতাধিক সেবাগ্রহিতার রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ অন্যান্য স্বাস্থসেবা দেয়া হয়।
রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ কয়েক বছর ধরে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে বেশ আলোচিত একটি সংগঠনে পরিণত হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধানে এটি একটি বড় প্লাটফর্মে রূপ নিয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে