ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। তড়িঘড়ি করে সড়কের খানাখন্দ মেরামত করায় গতকাল শনিবার যানজট দেখা যায়নি। অথচ এ সড়কে শুক্রবার দীর্ঘ ২৫ কিলোমিটার যানজট হয়।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের গাড়ি সড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হতে লাগে প্রায় দুই ঘণ্টা। অন্যান্য যাত্রীও সীমাহীন ভোগান্তির শিকার হন।

শুক্রবার বিকেল থেকে কাজে নামে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ। গতকালও চলে সড়কের খানাখন্দ মেরামত। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, শুক্রবার রাত থেকে মহাসড়কে যানজট কম। যেখানে যানজট হচ্ছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেনাসদস্যরাও যানজট নিরসনে নিরলস পরিশ্রম করছেন।

আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পের পিএম (প্যাকেজ-১) শামীম আহমেদ জানান, শুক্র ও শনিবার মহাসড়কের আশুগঞ্জ-সরাইল অংশের বেশির ভাগ খানাখন্দ ঠিক করেছেন তারা। বৃষ্টি না হওয়ায় যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কিছু জায়গায় সড়কের বেইজ (ভিত্তি) না থাকায় মেরামত টেকসই হচ্ছে না বলে জানান তিনি।

প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক ফোর লেনে উন্নীত করার ঠিকাদার ভারতীয় প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ভারতের ঋণ সহায়তায় ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নিরাপত্তার অজুহাতে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীরা চলে গেলে কাজ বন্ধ হয়ে যায়। প্রায় তিন মাস পর ফিরে এলেও গতি পায়নি কাজে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য় ম র মত সড়ক র য নজট

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ