নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিমের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই হামলার জন্য নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অনুসারী ‘উজ্জ্বল বাহিনী’কে দায়ী করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান নেতারা।

সোমবার (২১ জুলাই) ফতুল্লা থানাধীন গাবতলী নতুন বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসদাইরস্থ প্রতিরোধ স্তম্ভের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও”, “ডাইরেক্ট অ্যাকশন”, এবং “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত” ইত্যাদি স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করে তোলেন।

ফতুল্লা থানাধীন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন। এছাড়াও উপস্থিত ছিলেন সন্ত্রাসী হামলার শিকার আহত বিএনপি নেতা আব্দুর রহিম। 

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন রবিন তার বক্তব্যে বলেন, “যে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা পালিয়ে গেছে, সেখানে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির উপর হামলা করার এত বড় স্পর্ধা কোথায় পায়? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ফ্যাসিবাদের দোসররা কীভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করুন।”

ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, “আমাদের সহযোদ্ধা আব্দুর রহিমের উপর নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সন্ত্রাসী বাহিনী ‘উজ্জ্বল গ্যাং’ হামলা চালিয়েছে। ২৪ ঘণ্টা পার হলেও হামলাকারীদের গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। আমরা এই হামলাকে সহজভাবে নিচ্ছি না।” দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি। 

সভাপতির বক্তব্যে সাজেদুল ইসলাম সেলিম বলেন, “এই ফ্যাসিস্ট সরকারের দোসররা আমার ভাই রহিমের উপর যে হামলা করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই ঘটনায় ফতুল্লা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

ফতুল্লা থানাধীন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ওসম ন র র উপর

এছাড়াও পড়ুন:

ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

যে মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
  • যাদের টাকা নিয়েছেন, তাদের ফেরত দেন : মাকসুদ চেয়ারম্যানকে সাখাওয়াত
  • প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত
  • মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন 
  • ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু
  •  সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট