সবুজে ঘেরা গ্রাম ময়মনসিংহের ভালুকার গোয়ারী। এ গ্রামের লাল মাটিতে চাষ হয়েছে বিদেশি ফল রাম্বুটান। বাগানজুড়ে সবুজ পাতার ভেতরে পাকা টসটসে রাম্বুটান দেখে চোখ জুড়ায় যে কারও। খেতেও সুস্বাদু। প্রত্যন্ত গ্রামে ছয় একর জমি ইজারা নিয়ে রাম্বুটানসহ দেশি–বিদেশি নানা ফলের বাগান গড়ে তুলেছেন দুই বন্ধু শেখ মামুন ও আশরাফ উদ্দিন।

রাম্বুটান মূলত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ফল। তবে গোয়ারী গ্রামে বাণিজ্যিকভাবে এই ফলের চাষ হচ্ছে। রাম্বুটান ছাড়াও ২০ প্রজাতির দেশি-বিদেশি ফলের প্রায় এক হাজার গাছ আছে বাগানটিতে। উদ্যোক্তারা আশা করছেন, রাম্বুটানের ফলন এত ভালো হয়েছে যে এ বছর ৫০ লাখ টাকার বেশি বিক্রি হতে পারে।

দুই বন্ধুর মধ্যে মামুন পেশায় ফার্নিচার ব্যবসায়ী এবং আশরাফ উদ্দিন শিক্ষক। নিজের পেশার পাশাপাশি ‘তাইফ এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাঁরা।

বাণিজ্যিকভাবে চাষ করেছে দেশি-বিদেশি ফল। তাঁদের বাগানে ২১২টি রাম্বুটানগাছ আছে। এ ছাড়া আছে অ্যাভোকাডো, পার্সিমন, লংগান, থাই লংগান, মিয়াজাকি আম, কুড়িয়া ও থাই জাম, সফেদাসহ দেশি-বিদেশি ২০ জাতের ফলের গাছ।

কৃষি বিভাগ জানিয়েছে, রাম্বুটান ফলটি লিচু পরিবারের। রাম্বুটান দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় ফল হিসেবে পরিচিত। রাম্বুটান চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়। ফলটির খোসা হালকা চুলের মতো আবরণে ঢাকা। মালয় ভাষায় ‘রাম্বুট’ শব্দের অর্থ চুল। তাই অনেকে একে হেয়ারি লিচু, কেউ কেউ ফলের রানিও বলেন। এর আকার মাঝারি ধরনের এবং বর্ণ লাল। এটি মিষ্টি স্বাদযুক্ত একটি ফল। এই ফল চাষের জন্য বাংলাদেশের আবহাওয়া অনুকূল হওয়ায় বাণিজ্যিকভাবে রাম্বুটান চাষ করে সফলতার মুখ দেখছেন ভালুকার চাষিরা।

লালের পাশাপাশি হলুদ রঙের রামবুটানও আছে বাগানে।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ