ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা এসব ব্যক্তি ভারতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তারা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের রণঘাট কাম্পের সদস্যদের হাতে আটক হন দুই বাংলাদেশি। বিএসএফ আটক দুই জনের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপিকে অবহিত করে। পরে সকাল সাড়ে ১০টায় মাটিলা বিওপি ও রণঘাট বিএসএফ ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুজনকে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন:
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: দুই প্লাটুন বিজিবি মোতায়েন
ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি
একই দিন সকাল ১০টায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা নারী, শিশুসহ চার বাংলাদেশিকে আটক করে। বিষয়টি বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাংগা বিওপি কমান্ডারকে অবগত করা হয়। পরে বিকেল ৪টায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ওই ছয় ব্যক্তিকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান।
ঢাকা/সোহাগ/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ
এছাড়াও পড়ুন:
সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী
অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়। ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়।
আরো পড়ুন:
কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির
অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প
বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।
বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ