সাবেক জাতীয় ক্রিকেটার বেলায়েত হোসেন মারা গেছেন
Published: 24th, July 2025 GMT
বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান মীর বেলায়েত হোসেন (৭০) বুধবার সন্ধ্যায় ময়মনসিংহে মারা গেছেন। তিনি জাতীয় দল ছাড়া ক্লাব পর্যায়ে খেলেছেন এবং বিসিবির ম্যাচ রেফারি ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বেলায়েত। ১৯৭৯ সালে আইসিসি ট্রফিতে খেলেছেন। আশির দশকে ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন সুপরিচিত নাম। বিশেষ করে ডাকাবুকো ব্যাটিং স্টাইলের কারণে খ্যাতিমান ছিলেন তিনি। আবাহনী, কালাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেছেন। ময়মনসিংহ জেলার হয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন।
আরো পড়ুন:
এসিসি সভা: ঢাকায় পাকিস্তান প্রধান, অতিথি তালিকায় নেই ভারত!
সাকিবের দরজা সবসময় খোলা: বিসিবি পরিচালক
খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭৯টি প্রথম শ্রেণির, ৮১টি লিস্ট-এ এবং ১টি লিস্ট-এ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া বিসিবির একজন আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেখ সেলিমের ৩৫ ব্যাংক হিসাব ও ২৩ বিও হিসাব অবরুদ্ধের আদেশ
আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ২৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ করার আদেশও দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন বুধবার রাতে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে বলা হয়, শেখ ফজলুল করিম সেলিম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে–বিদেশে বিপুল পরিমাণ স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে দুদক শেখ সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও হিসাব অবরুদ্ধ করার আবেদন করে। শুনানি নিয়ে আদালত তাঁর এসব হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এর আগে গত বছরের ২৮ আগস্ট শেখ ফজলুল করিম সেলিমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী ও পুত্র-কন্যাদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়। ব্যাংক হিসাব জব্দের এ তালিকায় থাকা বাকিরা হলেন শেখ সেলিমের স্ত্রী ফাতেমা সেলিম, তাঁর ছেলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম এবং মেয়ে শেখ আমিনা সুলতানা সনিয়া।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বুধবার ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠায়।
বিএফআইইউর চিঠিতে বলা হয়, উল্লিখিত ব্যক্তি ও তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পাঁচ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ২০ আগস্ট শেখ সেলিম, তাঁর ছেলে ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর অনেক মন্ত্রী-এমপির পাশাপাশি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়।