চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাড়িতে নারী ও শিশুদের গলায় ছুরি ধরে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের পন্থীছিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা আড়াই ভরি স্বর্ণ ও নগদ এক হাজার টাকা লুট করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, পন্থীছিলা এলাকার রেললাইনের পাশে রহিমা বিবির ঘরে এ ঘটনা ঘটে।

রহিমার ভাই আলিম উদ্দিন বলেন, তাঁর বোনের স্বামী পেশায় রাজমিস্ত্রি। তাঁরা দুজনে পাশাপাশি ঘরে থাকেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে আলিমের। বের হয়ে দেখতে পান ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর বোনের ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। পরে তাঁর বোন, বোনের এক ছেলে ও এক মেয়ের গলায় ছুরি ধরে ডাকাতেরা লুট করেছে। তাদের ঘরেও ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতির বিষয়টি শুনেছেন। তবে তাঁরা কোনো অভিযোগ পাননি। এ বিষয়ে অভিযোগ পেলে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ