ম্যাচটার প্রতি বাড়তি আকর্ষণ ছিল দুটি কারণে।
প্রথমত, বাংলাদেশের সামনে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ধবলধোলাই করার হাতছানি, তা–ও তিন ম্যাচের সিরিজে। টি-টোয়েন্টিতে সিরিজ জয়ও এবারই তাদের বিপক্ষে প্রথম। সেটিকে ধবলধোলাইয়ে অনূদিত করা গেলে তো একেবারে সোনায় সোহাগা!
দ্বিতীয়ত, পুরো এশিয়ার ক্রিকেটই কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক হয়েছিল এ ম্যাচের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বাসে চড়ে এসিসির সদস্যরা মাঠে আসেন, এসিসির প্রধান মহসিন নাকভি আসেন ভিন্ন গাড়িতে। দর্শক হয়ে তাঁরা দেখেছেন বাংলাদেশের ক্রিকেটের তুমুল জনপ্রিয়তা। এসিসির সদস্যদের সঙ্গে শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বাড়তি আকর্ষণ ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের আমন্ত্রণে খেলা দেখতে আসা এসিসির সাবেক প্রধান নির্বাহী ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। আগের রাতে এসিসির নৈশভোজেও আমিনুলের আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্স থেকে বাংলাদেশ–পাকিস্তান শেষ টি–টোয়েন্টি উপভোগ করেছেন এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এস স র
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ