শান্তিনিকেতনে পর্যটকদের জন্য চালু হচ্ছে ‘হেরিটেজ ওয়াক’
Published: 25th, July 2025 GMT
পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে করোনা মহামারির পর পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশাধিকার দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এতে রবীন্দ্রভক্তরা খুশি। এবার তাঁদের জন্যই আরও একটি নতুন উদ্যোগ নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ—শুরু হচ্ছে ‘হেরিটেজ ওয়াক’।
বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ গত বুধবার বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এ স্থান যাতে পর্যটকেরা ভালোভাবে ঘুরে দেখতে পারেন, সে জন্যই এ ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য প্রশিক্ষিত গাইডের ব্যবস্থাও থাকছে।
কোনো ঐতিহাসিক বা সাংস্কৃতিক স্থানে পায়ে হেঁটে ঘুরে দেখানোর আয়োজনকে ‘হেরিটেজ ওয়াক’ বলা হয়। এতে গাইড থাকেন, যিনি ঘুরতে আসা ব্যক্তিদের ঐতিহাসিক স্থান, স্থাপত্য, সাংস্কৃতিক ও ব্যক্তিত্ব সম্পর্কিত তথ্য জানান।
প্রবীর কুমার ঘোষ জানান, বাংলা, ইংরেজি ও হিন্দি—এই তিন ভাষায় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী স্থানগুলোর বিবরণসহ প্রচারপত্র থাকবে।
প্রতি রোববার হেরিটেজ ওয়াকের এই বিশেষ পরিষেবা দেওয়া হবে। এই পরিকল্পনার নানা দিক খতিয়ে দেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বুধবার উপাচার্য অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোটা প্রস্তুতি ঘুরে দেখেন। প্রস্তুতি দেখা শেষে উপাচার্য বলেন, ইউনেসকোর নির্দেশিকা মেনে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হেরিটেজ ওয়াকের জন্য মৃণালিনী আনন্দ পাঠশালা থেকে শুরু হয়ে চৈত্যবাড়ি হয়ে ছাতিমতলা পর্যন্ত তৈরি হচ্ছে আলাদা রাস্তা। মোরামের (লালচে বা বাদামি রঙের মাটির) ওপর সিমেন্টের স্ল্যাব বসিয়ে এই রাস্তা তৈরি হচ্ছে।
কিন্তু কবে এই হেরিটেজ ওয়াক সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে এবং কত রুপির টিকিট কিনতে হবে, তা নির্দিষ্ট করে জানা যায়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ জন পেহেলগামের হামলাকারী: পার্লামেন্টে অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিন বন্দুকধারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। গতকাল সোমবার অভিযানটি চালানো হয়।
আজ মঙ্গলবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে অমিত শাহ এসব কথা বলেন।
তিন মাসেরও বেশি আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামের বৈসরানে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। ওই ঘটনায় ২৬ জন নিহত হন।
অমিত শাহ বলেন, ‘আমি পার্লামেন্টে জানাতে চাই, বৈসরানে যে তিন সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন, তাঁদের সবাইকে হত্যা করা হয়েছে।’ তাঁর দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
অমিত শাহ আরও বলেন, ‘হামলায় তাঁদের জড়িত থাকার ব্যাপারে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রমাণ আছে।’
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের দাচিগাম এলাকার পাহাড়ে গতকাল ওই অভিযান চালানো হয়েছে। শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের অবস্থান।
এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা বন্দুকধারীরা হঠাৎ বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রায় সবাই ভারতীয়। একজন নেপালি ছিলেন।
আরও পড়ুনকাশ্মীরে পর্যটকদের গুলি করার আগে কী হয়েছিল, জানালেন প্রত্যক্ষদর্শীরা২৫ এপ্রিল ২০২৫ভারতের অভিযোগ, এ হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত মে মাসে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চার দিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে আছে। উভয় দেশ পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তারা দুটি যুদ্ধসহ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে।
আরও পড়ুনপেহেলগামে হামলায় জড়িত সবাইকে এবার পাকিস্তানি নাগরিক বলে দাবি ভারতের২৪ জুন ২০২৫