কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরন। সার্চ ইঞ্জিনের একচ্ছত্র আধিপত্যে চিড় ধরাতে শুরু করেছে এআই চ্যাটবটগুলো। এ বিষয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিদিন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা তথ্য জানানোর অনুরোধ করছেন। মাত্র কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল প্রায় ১০০ কোটি।

এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, খুব অল্প সময়েই দ্বিগুণের বেশি ব্যবহারকারী বাড়িয়েছে চ্যাটজিপিটি। ওপেনএআইয়ের তথ্যমতে, প্রতিদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ৩৩ কোটির কিছু বেশি অনুরোধ করেন। বাকি অনুরোধগুলো অন্য দেশগুলোর চ্যাটজিপিটি ব্যবহারকারীরা করে থাকেন। এ থেকে বোঝা যায়, বিশ্বের নানা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে চ্যাটজিপিটির ব্যবহার। প্রযুক্তিবিদদের মতে, স্বল্প সময়ে এত ব্যাপক বিস্তারের পেছনে চ্যাটজিপিটির সহজ ব্যবহারযোগ্যতা, বহুমুখী সুবিধা ও ক্রমাগত আপডেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনলাইন থেকে তথ্য জানতে এআই প্রযুক্তির জনপ্রিয়তা বাড়লেও গুগল এখনো অনুসন্ধান জগতে শীর্ষে রয়েছে। গুগলের তথ্যমতে, গুগল সার্চে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ কোটির বেশি তথ্য অনুসন্ধান করা হয়। এই ব্যবধান যে এখনো অনেকটাই এগিয়ে, তা স্বীকার করছে ওপেনএআইও। প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তির গতিপথ যেভাবে বদলাচ্ছে, তাতে ভবিষ্যতে এআই-নির্ভর অনুসন্ধান আরও বেশি জায়গা করে নেবে। এই পরিবর্তনের গতি বুঝে গুগলও নিজেদের সেবা নতুনভাবে সাজাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ‘জেমিনি’ যুক্ত করছে গুগল সার্চে। নতুন ‘এআই মোড’-এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি এআই দিয়ে তৈরি ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি ‘ডিসকভার’সহ গুগলের বিভিন্ন সেবাতেও ধীরে ধীরে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

প্রযুক্তির এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাচ্ছে ওপেনএআইও। আর তাই সম্প্রতি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এই এআই এজেন্ট নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ব্যবহারকারীর হয়ে তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন লেখা, ফাইল ব্যবস্থাপনা বা অন্যান্য জটিল কাজ করতে পারে। ওপেনএআইয়ের দাবি, অন্যান্য এআই এজেন্টের তুলনায় তাদের উন্নত ডেটাসেট ও বিশ্লেষণক্ষমতা চ্যাটজিপিটি এজেন্টকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করে তুলেছে।

সূত্র: নিউজ ১৮

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র অন র ধ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ