কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরন। সার্চ ইঞ্জিনের একচ্ছত্র আধিপত্যে চিড় ধরাতে শুরু করেছে এআই চ্যাটবটগুলো। এ বিষয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিদিন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা তথ্য জানানোর অনুরোধ করছেন। মাত্র কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল প্রায় ১০০ কোটি।

এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, খুব অল্প সময়েই দ্বিগুণের বেশি ব্যবহারকারী বাড়িয়েছে চ্যাটজিপিটি। ওপেনএআইয়ের তথ্যমতে, প্রতিদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ৩৩ কোটির কিছু বেশি অনুরোধ করেন। বাকি অনুরোধগুলো অন্য দেশগুলোর চ্যাটজিপিটি ব্যবহারকারীরা করে থাকেন। এ থেকে বোঝা যায়, বিশ্বের নানা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে চ্যাটজিপিটির ব্যবহার। প্রযুক্তিবিদদের মতে, স্বল্প সময়ে এত ব্যাপক বিস্তারের পেছনে চ্যাটজিপিটির সহজ ব্যবহারযোগ্যতা, বহুমুখী সুবিধা ও ক্রমাগত আপডেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনলাইন থেকে তথ্য জানতে এআই প্রযুক্তির জনপ্রিয়তা বাড়লেও গুগল এখনো অনুসন্ধান জগতে শীর্ষে রয়েছে। গুগলের তথ্যমতে, গুগল সার্চে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ কোটির বেশি তথ্য অনুসন্ধান করা হয়। এই ব্যবধান যে এখনো অনেকটাই এগিয়ে, তা স্বীকার করছে ওপেনএআইও। প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তির গতিপথ যেভাবে বদলাচ্ছে, তাতে ভবিষ্যতে এআই-নির্ভর অনুসন্ধান আরও বেশি জায়গা করে নেবে। এই পরিবর্তনের গতি বুঝে গুগলও নিজেদের সেবা নতুনভাবে সাজাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ‘জেমিনি’ যুক্ত করছে গুগল সার্চে। নতুন ‘এআই মোড’-এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি এআই দিয়ে তৈরি ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি ‘ডিসকভার’সহ গুগলের বিভিন্ন সেবাতেও ধীরে ধীরে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

প্রযুক্তির এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাচ্ছে ওপেনএআইও। আর তাই সম্প্রতি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এই এআই এজেন্ট নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ব্যবহারকারীর হয়ে তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন লেখা, ফাইল ব্যবস্থাপনা বা অন্যান্য জটিল কাজ করতে পারে। ওপেনএআইয়ের দাবি, অন্যান্য এআই এজেন্টের তুলনায় তাদের উন্নত ডেটাসেট ও বিশ্লেষণক্ষমতা চ্যাটজিপিটি এজেন্টকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করে তুলেছে।

সূত্র: নিউজ ১৮

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র অন র ধ

এছাড়াও পড়ুন:

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসাপ্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা দেওয়ার জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে এ কেন্দ্র গত মঙ্গলবার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

আবেদনকারীরা বুধবার থেকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এ কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এ উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা আর দক্ষতা বাড়ানো।

রাষ্ট্রদূত আরও বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বাড়বে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থ প্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে এবং একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়া করার কাজে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে। বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসাসংক্রান্ত সিদ্ধান্ত, অনুমোদন ও প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন এ আবেদন কেন্দ্রটি রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন https://visa.vfsglobal.com/bgd/en/fra এই ঠিকানায়।

সম্পর্কিত নিবন্ধ