রাজধানীতে সিসা বারে যুবক হত্যার ঘটনায় কুমিল্লা থেকে দুজন আটক
Published: 15th, August 2025 GMT
রাজধানীর বনানী এলাকার ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে দুই যুবককে আটক করেছেন র্যাবের সদস্যরা। আটকের পর তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম আজ শুক্রবার রাত ৯টার দিকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যার আগে জেলার বরুড়া উপজেলার গামরুয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আটককৃত ব্যক্তিরা হচ্ছেন রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আবদুল ওহিদের ছেলে মুন্না (২৭) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার গাংটিয়ারা গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে মাকসুদুর রহমান ওরফে হামজা (২৬)।
মেজর সাদমান ইবনে আলম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা এবং র্যাব-১ এর যৌথ অভিযানে ওই দুই যুবককে বরুড়া উপজেলার গামরুয়া এলাকা থেকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ের বিস্তারিত জানাবে র্যাব-১।
গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজধানী ঢাকার বনানী এলাকায় ‘৩৬০ ডিগ্রি’ নামে ওই সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামের ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ জানায়, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা–কাটাকাটির এক পর্যায়ে রাব্বির পায়ে ও পেটে ছুরিকাঘাত করেন তাঁর পূর্বপরিচিত কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাত্র দেড় মিনিটের ওই হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনবনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, জড়িত ৫ জন শনাক্ত২১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বকক
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫