নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর নির্যাতনে ইতি আক্তার (২৫) নামে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে হত্যার শিকার হন ইতি।

নিহতের প্রতিবেশীরা জানান, রাতে চিৎকার শুনে তারা গিয়ে দেখেন ফ্ল্যাটের কক্ষে ইতির নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পাশেই ছিলেন তার স্বামী বিল্লাল। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

আরো পড়ুন:

জীবননগরে দিনমজুরকে গলাকেটে হত্যা

নাতনীকে হয়রানির প্রতিবাদ করায় দাদিকে হত্যা, ২ ভাই আটক

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন বিল্লাল। পুলিশ ঘটনাস্থল থেকে বিল্লালকে আটক করেছে।

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য আটক অভ য গ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ