চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবলীগের সাবেক এক নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই নেতার নাম অনির্বাণ চৌধুরী (৫০)। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক পদে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে।

ঘটনার বর্ণনা দিয়ে অনির্বাণ চৌধুরীর চাচাতো ভাই সঞ্জয় চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁর ভাই উপজেলার মস্তান নগর বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডা শেষে অমল পাল নামের এক প্রতিবেশীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত পরপর তিনটি গুলি করেন। এর দুটি গুলি অনির্বাণ চৌধুরীর গায়ে লাগে ও আরেকটি গুলি অমল পালের ডান হাতের কনুই ছুঁয়ে যায়।

সঞ্জয় চৌধুরী বলেন, অনির্বাণ গুলিবিদ্ধ হওয়ার পর হইচই হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ রোববার দুপরে সেখানে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাহিম ফেরদৌস প্রথম আলোকে বলেন, অনির্বাণের পিঠে ও কোমরে দুটি গুলি লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শোনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা, কী উদ্দেশ্যে তাঁকে গুলি করেছে, সেটি জানতে তদন্ত হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন র ব ণ প রথম উপজ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ