স্বপ্নের বাড়ি। সুন্দর পরিবেশ ও রুচিসম্মত বাড়ি কার না পছন্দ? বাসস্থানের জন্য মৌলিক এ বিষয় সবার কাঙ্ক্ষিত। অনেকের জন্যই অনেক সময় এ আকাঙ্ক্ষা পূর্ণতা পায় না অর্থনৈতিক সীমাবদ্ধতায়। সাধ পূরণে সম্পদের সীমাবদ্ধতা চিরন্তন। তবু ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয়ে সীমিত সম্পদ নিয়েই স্বপ্নের সুন্দর বাড়ি তথা ভবন নির্মাণের আমরা স্বপ্ন দেখি। ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট সাইটের স্থাপত্য নকশা, কাঠামোগত ডিজাইন, বিনির্দেশিকা ও প্রাক্কলন প্রস্তুতির বাজারদর বা রেট শিডিউলের ভিত্তিতে সম্ভাব্য খরচের বিষয়ে ধারণা নেওয়া অপরিহার্য।
সাধারণভাবে প্রকৌশলকাজের এই সম্ভাব্য ব্যয় বা খরচ নির্ণয়ের পদ্ধতিকে প্রাক্কলন বা এস্টিমেট বলে। প্রাক্কলন হলো একটি প্রকল্পে (ভবন নির্মাণ, রাস্তা তৈরি, ব্রিজ নির্মাণ ইত্যাদি) সম্ভাব্য ব্যয়, সময়, শ্রম ও উপকরণের পরিমাণ আগেভাগে হিসাব করে বের করার পদ্ধতি, যার ইংরেজি শব্দ এস্টিমেশন।
প্রাক্কলনের উদ্দেশ্য হলো কোনো নির্মাণকাজে ব্যয়ের সম্ভাব্য ধারণা পাওয়া, বাজেট তৈরি, দাপ্তরিক ক্ষেত্রে টেন্ডার ডকুমেন্ট তৈরি, প্রকল্প পরিকল্পনা ও প্রস্তুতি, নির্মাণ উপকরণ, যন্ত্রপাতি সংগ্রহ, অর্থ সংগ্রহের প্রস্তুতি এবং প্রকল্প বাস্তবায়ন শেষে বা নির্মাণোত্তর খরচ যাচাই করে আসল ব্যয় সম্পর্কে নিশ্চিত হওয়া। নির্মাণকাজে কাঠামোর প্রয়োজনীয় বিভিন্ন অঙ্গের পরিমাণ নিরূপণ করে বাজারদরে বা নির্ধারিত রেট শিডিউল অনুসারে প্রাক্কলন প্রস্তুত করা হয়। প্রাক্কলনের জন্য প্রয়োজন বিস্তারিত স্থাপত্যনকশা, কাঠামোগত ডিজাইন, বিনির্দেশিকা ও বিভিন্ন আইটেমভিত্তিক
সমসাময়িক দর।
আব্দুল আজিজ প্রধান প্রকৌশলী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভবন ন র ম ণ প র ক কলন প রস ত ত
এছাড়াও পড়ুন:
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ
আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নইলে হোয়াইট হাউসের প্রেস অফিসের মূল অংশে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করে বলেছে, ‘সংবেদনশীল উপকরণ’ সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞার অর্থ, এখন থেকে যেসব সাংবাদিকের অ্যাপয়েন্টমেন্ট থাকবে না, তাঁরা হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের ‘আপার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। এ অংশে প্রেস সচিব ক্যারোলিন লেভিটের কার্যালয় অবস্থিত।
নতুন এক চিঠিতে বলা হয়েছে, সাংবাদিকদের ‘লোয়ার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশের অনুমতি রয়েছে। এটি হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষের পাশে অবস্থিত। এখানে জুনিয়র প্রেস কর্মকর্তারা কাজ করেন।এ সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চুয়াং বলেন, সাংবাদিকেরা ওই এলাকায় মন্ত্রিসভার সদস্যদের হঠাৎ ঘিরে ধরেন এবং গোপনে ভিডিও-অডিও ধারণ করেন। যদিও তিনি তাঁর এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) একটি চিঠিতে বলা হয়েছে, নির্দেশ জারি করা হচ্ছে যে প্রেস পাসধারীরা আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওভাল অফিসের পাশে অবস্থিত আপার প্রেসে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুনহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ২৭ বছরের ক্যারোলিনকে বেছে নিলেন ট্রাম্প১৬ নভেম্বর ২০২৪চিঠিটি লেভিট ও চুয়াংকে পাঠানো হয়েছে। সেখানে আরও বলা হয়, এ পদক্ষেপের লক্ষ্য আপার প্রেসের সংবেদনশীল উপকরণ অননুমোদিত প্রকাশ থেকে রক্ষা করা।
তবে সাংবাদিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নানা বিধিনিষেধ আরোপের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসের ওয়েস্ট উইং। এখানেই ‘আপার প্রেস’ অবস্থিত