সমাজে কত রকমের মানুষ আছে। কারও সঙ্গে আমাদের মিলে, আবার কারও সঙ্গে মিলে না। তারপরও আমরা সমাজে একসঙ্গে থাকি। প্রতিবেশীর ভালো কামনা করি, তারা যেন কোনো বিপদ-আপদে না পড়ে এ দোয়া করি। এটাই নিয়ম।
আল্লাহর রসুল (সা.) বলেন, ‘যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো আর যখন তুমি তাদের বলতে শুনবে তুমি মন্দ, তখন তুমি মন্দ। (মুসনাদে আহমদ, হাদিস: ৩৮০৮)
কোরআনে হজরত সুলাইমান (আ)-এর কাহিনি আছে। আল্লাহ তাআলা তাঁকে পশুপাখির ভাষা বোঝার শক্তি দিয়েছিলেন। একদিন তিনি দলবল নিয়ে কোথাও যাচ্ছেন। পথে একটা পিঁপড়ার বাসা ছিল। পিঁপড়াদের রানি সুলাইমান (আ)-এর বাহিনী দেখে সব পিঁপড়ার উদ্দেশে বলল, ‘তোমরা তাড়াতাড়ি বাসায় ঢুকে পড়ো। হতে পারে হজরত সুলাইমান (আ) ও তাঁর দল আমাদের না দেখেই পায়ে পিষে ফেলবে।’ (সুরা নামল, আয়াত ১৮)
যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো আর যখন তুমি তাদের বলতে শুনবে তুমি মন্দ, তখন তুমি মন্দ। মুসনাদে আহমদ, হাদিস: ৩৮০৮আরও পড়ুননবী সুলাইমান (আ.)–এর দোয়া১৪ মার্চ ২০২৪
এই যে পিঁপড়ার রানির সবার জন্য চিন্তা করা, আল্লাহ এটা খুব পছন্দ করলেন। আল্লাহ তাদের কথা কোরআনে তো এনেছেনই, এমনকি একটি সুরার নামও হয়েছে পিঁপড়ার নামে।
আমাদের নবীজির (সা.) জীবনকাহিনির দিকে তাকালে এই গুণ খুব বেশি পাওয়া যায়। তিনি সব সময় সবার কথা ভাবতেন, সবার সুবিধা-অসুবিধা লক্ষ্য করতেন। তাঁর অভ্যাস ছিল, কোনো মুসলমানকে যদি একাধারে তিন দিন মসজিদে না দেখতেন, তাহলে তাঁর ব্যাপারে মানুষের কাছে জিজ্ঞাসা করতেন। যদি শুনতেন সেই লোক সফরে গেছেন, তাহলে তাঁর জন্য দোয়া করতেন।
আর যদি শুনতেন তিনি মদিনাতেই আছেন, কিন্তু কোনো কারণে মসজিদে আসতে পারছেন না, তাহলে নবীজি (সা.) নিজে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। যদি শুনতেন সেই লোক অসুস্থ, তাহলে তিনি তাঁর বাড়িতে গিয়ে সেবা করতেন। (আখলাকুন নবী, হাদিস: ১৫৯)
এই যে পিঁপড়ার রানির সবার জন্য চিন্তা করা, আল্লাহ এটা খুব পছন্দ করলেন। আল্লাহ তাদের কথা কোরআনে তো এনেছেনই, এমনকি একটি সুরার নামও হয়েছে পিঁপড়ার নামে।একদিন আল্লাহর রসুল (সা.) ফজরের নামাজ পড়াচ্ছিলেন। ফজর নামাজ সাধারণত লম্বা কেরাত দিয়ে পড়া হয়। কিন্তু আল্লাহর রসুল (সা.) খুব দ্রুত নামাজ শেষ করে ফেলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ‘আল্লাহর রাসুল, আজ এত তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললেন যে?’
আরও পড়ুনহাসান ও হোসাইন নবীজির দুই নাতি০৩ জুন ২০২৫উত্তরে নবীজী (সা.) বললেন, ‘নামাজের সময় আমি এক শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমার মনে হলো সেই শিশুর কান্নার কারণে তার নামাজরত মা খুব পেরেশানিতে পড়বে।’ (আখলাকুন নবী, হাদিস: ১৫৭)
কী আশ্চর্য বিষয়, মাত্র একজন মুসল্লির পেরেশানির কথা চিন্তা করে তিনি সাধারণ নিয়ম ভঙ্গ করে দ্রুত নামাজ শেষ করে ফেলেন!
সাহাবি মিকদাদ বিন আমর (রা.) বলেন, কিছু লোক মদিনার মসজিদে ঘুমাতেন। আল্লাহর রসুল (সা.) তখন কাউকে সালাম দিলে এমন আস্তে সালাম দিতেন, কেবল ওই ব্যক্তিই যেন শুনে আর অন্যরা যেন জেগে না যায়। (সহিহ মুসলিম, হাদিস: ২,০৫৫)
ইসলামের মূল শিক্ষাই এটাই—সব সময় মানুষের সুবিধা-অসুবিধা দেখে কাজ করা এবং কোনোভাবেই অন্যের মনে কষ্ট না দেওয়া।
মওলবি আশরাফ: আলেম, লেখক ও অনুবাদক
আরও পড়ুনসত্যবাদী রাখালের কাহিনি২০ জুলাই ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: তখন ত ম দ র বলত যখন ত ম আল ল হ করত ন
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।