তথ্যপ্রযুক্তিতে দক্ষ তরুণদের জন্য জাপানে ক্যারিয়ার গড়ার এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রাম (বি-জেট)। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইটি বা আইসিটি বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এ প্রশিক্ষণ নিতে পারবেন। প্রোগ্রামটির ১৫তম ব্যাচে ভর্তির আবেদন চলছে। শেষ তারিখ ৩১ জুলাই ২০২৫।

জাপানের আইটি খাতে সফল যাঁরা

সাম্প্রতিক বছরগুলোতে অনেক বাংলাদেশি ইঞ্জিনিয়ার জাপানের আইটি শিল্পে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন। তাঁদের সফলতার পেছনের গল্পে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ‘বি-জেট’। ছয় মাসব্যাপী এ নিবিড় প্রশিক্ষণ জাপানি ভাষা, ব্যবসায়িক শিষ্টাচার এবং দলবদ্ধভাবে আইটি প্রকল্পে কাজ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। জানা যাক কয়েকজন সফল বি-জেট অ্যালামনাইয়ের অভিজ্ঞতা সম্পর্কে।

আসিফের ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছে বি-জেট

ইফতেখার আই আসিফ, বি-জেটের দ্বিতীয় ব্যাচ থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে টোকিওর একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিতে কর্মরত। তিনি বলেন, ‘ক্লাসে মনোযোগ, পাঠ্যক্রমের ওপর বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এ সাফল্য অর্জন করেছি।’ তিনি আরও বলেন, ‘বি-জেট আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এটি আমাকে আত্মবিশ্বাসী করেছে এবং নতুন পরিবেশ ও চ্যালেঞ্জের জন্য আমার সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।’

জাপানে যাওয়ার সেতুবন্ধ বি-জেট

আসিফের ব্যাচেই ছিলেন সিয়াম মোহাম্মদ আবদুল গাফফার। তিনিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে টোকিওর স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত। সিয়ামের মতে, ‘কেউ যদি আন্তর্জাতিক মানের আইটি ক্যারিয়ার গড়তে চান, তবে বি-জেট তাঁর জন্য এক দারুণ সুযোগ।’ তিনি আরও বলেন, ‘আমার জন্য বি-জেট ছিল জীবন বদলে দেওয়ার মতো একটি সেতু, যা আমাকে বাংলাদেশ থেকে জাপানের বিশ্বমানের প্রযুক্তি শিল্পে পৌঁছে দিয়েছে।’

বি-জেটের মাধ্যমেই সুযোগ পান রাফিউল

রাফিউল হাসান, বি-জেটের প্রথম ব্যাচে প্রশিক্ষণ নেন। বর্তমানে জাপানের আইরেট ইনকরপোরেটেড প্রতিষ্ঠানে ওয়েব ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। বি-জেটের অবদান প্রসঙ্গে তিনি বলেন, ‘জাপানে ক্যারিয়ার গড়ার ব্যাপারে ইচ্ছা থাকলে বি-জেট হলো প্রথম পদক্ষেপ। এটি আমাকে দুটি শক্তিশালী হাতিয়ার দিয়েছে—জাপানি ভাষা এবং তাদের সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলার দক্ষতা। এই প্রোগ্রামের কল্যাণেই আমি জাপানে প্রথম চাকরির ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলাম।’

বি-জেট কী

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে ২০১৭ সালে প্রোগ্রামটি চালু হয়। বর্তমানে এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও কেইরিনকান (KEIRINKAN) দ্বারা পরিচালিত হচ্ছে।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

তানোরে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এসব টাকা চুরির অভিযোগে আরজেদ আলী ওরফে কুরহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জোড়পাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুরহানের বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগেই কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তার টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এ সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।

মোবাইল ফোনে কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। মঙ্গলবার রাতেই কুরহানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তার। তবে, এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, কুরহান চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ