এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে দলগুলো। এই টুর্নামেন্ট ঘিরে যেমন রয়েছে প্রতিযোগিতার উত্তাপ, তেমনি আছে পরিকল্পনা আর কৌশলের মিশ্রণ। সেই পরিকল্পনাকেই বাস্তব রূপ দিতে এক বড় পদক্ষেপ নিয়েছে হংকং। এশিয়া কাপ মাঠে গড়ানোর আগেই নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অভিজ্ঞ টেস্ট ব্যাটার কুশল সিলভা।
আগামী ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এইবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আটটি দেশকে নিয়ে গঠিত হচ্ছে এই মহাদেশীয় লড়াই, যেখানে ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে হংকং, তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।
৩৯ বছর বয়সী কুশল সিলভা শ্রীলঙ্কার হয়ে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৯টি টেস্ট খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার হিসেবে। ক্যারিয়ারে ২০৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১টি সেঞ্চুরির মাধ্যমে করেছেন প্রায় ১৪ হাজার রান (১৩,৯৩২)। টেস্ট ক্রিকেটে তিনটি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে।
আরো পড়ুন:
ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন
মারপিটের ঘটনায় থানায় অভিযোগ, তাসকিনের অস্বীকার
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ২০১৯ সালের পর থেকেই তিনি মন দিয়েছেন কোচিংয়ে। ইতোমধ্যে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে, এবারই প্রথমবারের মতো সরাসরি কোনো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে এলেন তিনি।
কুশল সিলভার কোচিং অভিজ্ঞতা, টেস্ট ক্রিকেটের শৃঙ্খলা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি হংকংয়ের তরুণ দলটির জন্য হতে পারে এক বড় অনুপ্রেরণা। এশিয়া কাপের মতো বিশাল মঞ্চে তার অভিজ্ঞতা কতটা কাজে আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।
তবে একটা কথা নিশ্চিত— হংকং দল এবার মাঠে নামবে নতুন চেতনা, নতুন রণকৌশল আর নতুন নেতৃত্ব নিয়ে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে