সমন্বয়ক পরিচয়ে তদবির-হুমকি: যুবককে ২ মাসের কারাদণ্ড
Published: 28th, July 2025 GMT
সিলেটের ওসমানীনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতা ও জামায়াত ইসলামীর নেতা পরিচয়ে উপজেলা ভূমি অফিসে অনৈতিক তদবির ও তদবির না রাখায় সরকারি কর্মকর্তার অফিস ঘেরাও করার হুমকি দেয়ায় মাহবুবুর রহমানকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাহবুবুর রহমানকে কারাদণ্ড দেন। মাহবুবুর রহমান উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মাহবুবুর রহমান সম্প্রতি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক নেতা ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে তার পরিবারের যৌথভূমির নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তার কাছে তদবির করে আসছিলেন। তদবির বাস্তবায়ন না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনকে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করার হুমকি দেন। সোমবার (২৮ জুলাই) ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারো হুমকি দিলে তাকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এ সময় আদালত তাকে দুই মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকার অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।
আরো পড়ুন:
চট্টগ্রাম কারাগার পরিদর্শন: ছবি তোলা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা
হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা: ১ জনের ৫ বছর কারাদণ্ড
ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ জানান, মাহবুবুর রহমান নামে জামায়াতের কোনো কর্মী বা নেতা নেই। এই ব্যক্তির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। জামায়াত নেতাকর্মীরা এ ধরণের অনৈতিক তদবির করে না।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড দেয়া যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন জানান, ভ্রাম্যমাণ আদালতের কাছে মাহবুবুর রহমান দোষ স্বীকার করায় তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/নুর/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত উপজ ল তদব র
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস শনাক্তকরণ কর্মসুচি
ছবি: সংগৃহীত