টাঙ্গাইলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সন্তোষে তাঁরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা কবর জিয়ারত করেন।

১ জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ময়মনসিংহে পদযাত্রা ও পথসভা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।

গতকাল রাতে ভাসানীর কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতী মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি।’

আরও পড়ুনএনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত আবদুল্লাহ১২ ঘণ্টা আগে

পরে ভাসানী দরবার হলে এনসিপির নেতারা কৃষকদের সঙ্গে কথা বলেন। এর আগে তাঁরা ভাসানীর কবরে পৌঁছালে দলের স্থানীয় নেতারা তাঁদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ স ন র কবর এনস প র

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় এনসিপির কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা আটক

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার রাজার বাজারসংলগ্ন খানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।

আটক ওই যুবলীগ নেতা হলেন হুমায়ুন কবির (৩৫)। তিনি উপজেলার খলিশাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও খলিশাউর পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।

এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান বলেন, নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাশকতার অভিযোগে যুবলীগের নেতা হুমায়ুন কবিরকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ফেসবুকে নেত্রকোনায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর চেষ্টা করে উসকানিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি নজরে আসার পর জেলা ডিবি পুলিশ ও পূর্বধলা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

নেত্রকোনায় আজ রোববার এনসিপি পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হবে। শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আজ সকাল ১০টায় পথসভা শুরু হওয়ার কথা ছিল। তবে বেলা পৌনে ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় কর্মসূচি শুরু হয়নি। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জোরদার করা হয়েছে।

পুলিশ ও নেত্রকোনা জেলা এনসিপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। এরপর কক্সবাজারে এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেওয়া হয়। এর পর থেকে দলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম খান পাঠান বলেন, পথসভা শেষে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে তেরিবাজার ঘুরে আখড়ার মোর হয়ে বরবাজার দিয়ে একই স্থানে এসে পদযাত্রা শেষ হবে। পরে কেন্দ্রীয় নেতারা শেরপুর যাবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ
  • জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ 
  • কিশোরগঞ্জে এনসিপির সভায় যুবলীগ নেতার বক্তব্য, একদিন পর বহিষ্কার
  • কিশোরগঞ্জে এনসিপির পথসভায় যোগ দেওয়ায় তিন নেতাকে যুবলীগ থেকে বহিষ্কার
  • সেই পুরোনো ‘কালপ্রিটরাই’ আবার প্রশাসনে ফিরে এসেছে: সারজিস
  • যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, নিয়ে আসছিলেন কেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • পুরোনো সিস্টেমে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না: নাহিদ ইসলাম
  • আজ শেরপুরে এনসিপির পদযাত্রা
  • নেত্রকোনায় এনসিপির কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা আটক