কম আলোয় ছবি তোলার জন্য বাজারে নতুন ফোন
Published: 29th, July 2025 GMT
এখন মুঠোফোন মানুষের জীবনে দারুণ এক অনুসঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছে। দিনের আলো কিংবা রাতের আলোতে মুঠোফোনে ছবি তোলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বাংলাদেশে রেনো–১৪ সিরিজ ফাইভজি দুটি মডেল বাজারে ছেড়েছে অপো। স্মার্টফোন দুটি হলো ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো–১৪ ফাইভজি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো–১৪ এফ ফাইভজি। গতকাল রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ দুটি ফোন দেখানো হয়।
অনুষ্ঠানে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, রেনো–১৪ সিরিজ ফাইভজির মাধ্যমে ব্যবহারকারীদের লাইফস্টাইলে মুঠোফোনের ব্যবহার আরও বাড়বে। রেনো–১৪ ফাইভজির মাধ্যমে ছবি তোলার জন্য সর্বশেষ এআই প্রযুক্তি ও দারুণ সব কনটেন্ট তৈরি করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
রেনো–১৪ ফাইভজি ফোনে এআই ‘লো লাইট ফটোগ্রাফি সিস্টেম’ ব্যবহার করা হয়েছে। রাতের অনুষ্ঠান হোক কিংবা পারিবারিক যেকোনো আয়োজনে এই ফোন বেশ ভালো কাজ করবে। উন্নত ফ্ল্যাশ আর ৫০ মেগাপিক্সেল ৩.
দুইটি মডেলে ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। রেনো–১৪ সিরিজ ফাইভজিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একই সঙ্গে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।
আগাম ফরমাশ (প্রি–অর্ডার) দেওয়া ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা দিচ্ছে অপো। সাদা ও সবুজ রঙের রেনো–১৪ ফাইভজির দাম ৭৯ হাজার ৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো–১৪ এফ ফাইভজির দাম ৪২ হাজার ৯৯০ টাকা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।