মানসিক ভারসাম্যহীন নারী মা হলেন, বাবা হয়নি কেউ
Published: 29th, July 2025 GMT
খুলনার পাইকগাছা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের প্রধান সড়কের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেন ওই নারী। রাস্তার উপর ফুটফুটে ২ কেজি ৬ গ্রাম ওজনের সন্তান ভূমিষ্ঠ হলো চিকিৎসক কিংবা ধাত্রী ছাড়াই। তবে নবজাতকের বাবা কে তা জানা যায়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে পৌরসভার ৫নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ডের দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ঠ হয়। এ সময় তার পাশে কেউ ছিল না। তবে সন্তান প্রসবের সময় ওই নারীর চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় স্থানীয় দোকানদার লাবু। এ সময় পথচারী উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা সদ্যভূমিষ্ঠ কন্যা শিশু ও মাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তবে হাসপাতালের বেডে একসঙ্গে মা ও সন্তানকে রাখলে ওই নারী শিশুটিকে বারবার চেপে ধরার চেষ্টা করছেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও শিশুকে আলাদা জায়গায় রাখছে।
মানসিক ভারসাম্যহীন এই নারীর পরিচয় জানা যায়নি। তিনি পথে পথে ঘুরে বেড়ান। ওই শিশুর বাবা কে তাও জানা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা আফরোজ জানান, মা ও শিশু সুস্থ আছে।
আরো পড়ুন:
মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে সেই বৃদ্ধা খুন
বাজারে সন্তানকে ২৫০০ টাকায় বিক্রি করলেন মা
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান, বিষয়টি তিনি শুনেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, মানসিক ভারসম্যহীন নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। সেটা সম্ভব না হলে সরকারিভাবে যা করা যায়, সেই জন্য সমাজসেবা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত উপজ ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।