এশিয়া কাপে ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী খালেদ
Published: 31st, July 2025 GMT
এশিয়া কাপে ‘মুখস্থ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাণিজ্যিক লাভবানের আশায় ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখে আসছে গত কয়েক বছর। এবারও ব্যতিক্রম হয়নি। ভারত ও পাকিস্তান এক গ্রুপে থাকায় বাকি তিনটি পূর্ণ সদস্য দল অপরগ্রুপে রাখতেই হচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একই গ্রুপে। চতুর্থ দল হিসেবে গ্রুপে আছে হংকং।
গত আসরে বাংলাদেশ গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে খেলেছে। এর আগের আসরে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে। এবার কেমন করবে বাংলাদেশ? জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের পেসার খালেদ আহমেদের কাছে। উত্তরে ডানহাতি পেসার জানালেন, তার বিশ্বাস, দল ফাইনাল খেলতে পারবে।
মিরপুর শের–ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খালেদ বলেছেন, ‘‘আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো একটি দল। আমরা যে গ্রুপে আছি সেখান থেকে দুই-তিনটি ম্যাচ জিততে পারলেই আমরা ফাইনালে যেতে পারব।’’
আরো পড়ুন:
ওভালে টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে চার পরিবর্তন
সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ
তৃতীয়বারের মতো এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে ২০১৬ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল টুর্নামেন্টটি। প্রথম আসরে ভারত এবং দ্বিতীয় আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। ছয় দলের প্রতিযোগিতায় সবশেষ আসরে (টি-টোয়েন্টি) বাংলাদেশ সুপার ফোরেও উঠতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতে বসেছিল সেই আসর। প্রথম আসরে ঘরের মাঠে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। এবার বাংলাদেশ কেমন করে সেটাই দেখার।
তবে আত্মবিশ্বাস ভালো থাকার কথা লিটন দাসদের। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে এবং পাকিস্তানকে ঘরের মাঠে একই ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ছন্দে থাকা একটি দল এবার মহাদেশীয় প্রতিযোগিতায় কেমন করে সেটাই দেখার।
১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর। আগস্টে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ লম্বা ছুটি পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। যদিও বিসিবি চেষ্টা করছে নেপাল, নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়ে দ্বিপক্ষীয় সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হয় ছ ল ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫