সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় দিন দুপুরে নগদ টাকা ও স্বর্ণলংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সৌরভ চন্দ্র দাস বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

এরআগে শুক্রবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে লুট করে নিয়ে যায়। 

জানা যায়, উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামের সৌরভ চন্দ্রের বাবা রাধেশ্যাম দাস একজন স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। তার বাবা মারা যাওয়ার পর তারা ওই ব্যবসায় অগ্রসর হননি। তার বাবার ব্যবসায়ের স্বর্ণসহ তাদের পরিবারের মহিলাদের ব্যবহৃত ৩০ ভরি স্বর্ণ আলমারি রাখা ছিল। 

গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির লোকজন প্রয়োজনে মোগরাপাড়া যাওয়ার পর দুর্বৃত্তরা বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।  

বাড়ির মালিক সৌরভ চন্দ্র দাস বলেন, তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় ফাঁকা পেয়ে ৩০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাড়িতে এসে দরজা খুলতে গিয়ে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়।  পরে ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভাঙা পাওয়া যায়। 

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো.

রাশেদুল হাসান খান বলেন, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স বর ণ স ন রগ ব যবস

এছাড়াও পড়ুন:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২৬১

ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় ওই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে চালানো অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৭৪৯ ও বিভিন্ন অপরাধের ঘটনায় ৫১২ জন রয়েছেন। এ ছাড়া ১টি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, ২টি ম্যাগাজিন ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৩৮৪ জনকে গ্রেপ্তার করে।

সম্পর্কিত নিবন্ধ