এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১, আহত ৬
Published: 1st, August 2025 GMT
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কামারখোলা সেতু এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল কুদ্দুস ওরফে চান মিয়া (৭০)। তিনি ময়মনসিংহের নন্দাইল উপজেলার চর শ্রীরামপুর এলাকার আবদুর রহমানের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানিয়েছে ফায়ার সার্ভিস। তাঁরা হলেন আশরাফুল ইসলাম (৪০), হেলাল উদ্দিন (৩৪), হাজেরা খাতুন (৫০), আর্শেদ আলী (৫০), মো.
হাঁসাড়া হাইওয়ে থানা ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে ঢাকা থেকে যাত্রীসহ একটি বাস ফরিদপুরের আটরশিতে যাচ্ছিল। বাসটি ভোর সাড়ে পাঁচটার দিকে শ্রীনগরের কামারখোলা সেতুর ঢালে এসে থামে। এ সময় মাওয়ামুখী বস্তাবোঝাই একটি ট্রাক দ্রুত বেগে এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের এক যাত্রী নিহত ও সাত-আটজন আহত হন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া থানায় খবর দেওয়া হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন প্রথম আলোকে বলেন, খবর পাওয়া মাত্র তাঁরা ঘটনাস্থলে যান। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া আজ সকাল নয়টার দিকে প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র নগর
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।