Prothomalo:
2025-09-18@01:26:25 GMT

রোকেয়া হল ও একটি চিঠি 

Published: 2nd, August 2025 GMT

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে নিয়ে আসা পুরোনো স্যুটকেস ঘাঁটতে গিয়ে একদিন একটা হলুদ খাম হাতে আসে। খুলতেই বেরিয়ে আসে একটি চিঠি, সাল ১৯৮৮। লেখাটা আমার নয়, সমাজবিজ্ঞানের এজরার। ওপরে সে লিখেছিল, ‘যদি একদিন ভুলে যাই, এইটুকু মনে রেখো—রোকেয়া হলের মাঠে দাঁড়িয়ে ঈদের সেমাই খাওয়ার মতো সম্পর্ক আর কখনো হবে না।’

সত্যিই তো, হয় না। আমাদের যৌবনের প্রতিটি দিন ছিল অনাড়ম্বর, অথচ গভীর এক মায়ার ভেতর বাঁধা। ক্লাস, রাজনীতি, লাইব্রেরি, টিউশনির টাকায় মাস চালানো, স্বপ্ন বোনা—সবই ছিল একসঙ্গে।

তবু কিছু মুহূর্ত অতিরিক্ত আলাদা হয়ে থাকে। যেমন ১৯৮৮ সালের সেই ঈদের সকাল।

সেবার ভয়াবহ বন্যায় আমি আর জেবা বাড়ি যেতে পারিনি। আমি ছিলাম যশোরের। পুরো অঞ্চলটি তখন পানির নিচে। জেবা দিনাজপুরের। ওর ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। এজরা আর আসমা হলে রয়ে গিয়েছিল পরীক্ষার প্রস্তুতির জন্য। ঈদের সকালে জানালার বাইরে তাকিয়ে দেখি, আসমা হলের মাঠে, হাতে স্টিলের হাঁড়ি। নিচু গলায় বলল, ‘ঘুমাচ্ছিস? ওঠ, সেমাই করেছি। আজ আর ক্যানটিনে খাব না।’ ওর মুখে ঈদের প্রশান্তি, কিন্তু চোখে একচিলতে বিষণ্নতা। বাড়ি না যেতে পারার ক্ষীণ ছায়া যেন।

আমি তাড়াতাড়ি কেটলি আর কয়েকটা কাপ নিয়ে হলের মাঠে চলে গেলাম। ওখানে দেখি, এজরা আগে থেকেই বসে আছে একটা পুরোনো বইয়ের পাতা ধরে। মুখ না তুলেই বলল, ‘তোমরা সত্যি সত্যি সেমাই নিয়ে এসেছ? দেশের অর্ধেক পানির নিচে অথচ সরকার কিছু বলছে না—এ নিয়ে কেউ প্রশ্নও তুলছে না!’ জেবা কিছুক্ষণ পর এসে হেসে বলল, ‘ঈদের দিনেও তুই মানবাধিকার নিয়ে তর্ক করবি? আয়, আগে খেয়ে নিস।’

চারজনে মাঠের এক কোনায় বসলাম। হাঁড়ির ঢাকনা খুলতেই মিষ্টি ঘ্রাণে মাঠটা ভরে গেল। আমি কেটলি থেকে গরম চা ঢাললাম। কিছুক্ষণ চুপ করে সবাই একসঙ্গে সেই ঈদের সকালে বসে রইলাম। মাঠের এক পাশে পুরোনো টবে ফুটে ছিল লালরঙা একটি ফুল। আসমা তাকিয়ে বলল, ‘জানি না কী ফুল। আমি একে বলি ঈদের ফুল। ও শুধু ঈদের সকালেই ফোটে।’

ওর কথাটা আমাদের নিঃশব্দ করে দিল। সত্যিই তো, যেন আমাদের জন্যই সেই ফুল ফুটেছে, এই মাঠের প্রান্তে। ঠিক তখনই নিচ থেকে ভেসে এল হলের দাদুর চেনা কণ্ঠ, ‘সবাই পাত্র নিয়ে নিচে চলে আসো! ঈদের সেমাই দিচ্ছে ক্যানটিনে।’ আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হেসে ফেলি। এজরা হালকা গলায় বলল, ‘সেমাই তো আমরাও দিচ্ছি—বন্ধুত্বের।’

সেই ঈদের কোনো ছবি নেই। কিন্তু মনে আছে, আসমার চুলে লেগে থাকা দুধের গন্ধ, জেবার হো হো করে হেসে ওঠা আর এজরার বইয়ের পাতায় পড়ে থাকা রোদের দাগ।

২.

বিশ্ববিদ্যালয় শেষ হলে আমরা চারদিকে ছড়িয়ে যাই। জেবা এখন স্কুলে ইতিহাস পড়ায়, এজরা একটি উন্নয়ন সংস্থায় গবেষণা করে আর আসমা কাজ করে এক পরিবেশ প্রকল্পে। আমি বিমা প্রতিষ্ঠানের চাকরি থেকে কিছুটা আগেই অবসরজীবন বেছে নিয়েছি।

আমরা এখনো যোগাযোগ রাখি—হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। তবু হলের মাঠে বসে সেই ভাগাভাগি করা নির্ভরতাটুকু, একসঙ্গে চা আর সেমাই খাওয়ার মুহূর্ত আর কখনো ফিরে আসেনি।

চিঠিটার শেষে এজরা লিখেছিল, ‘ভালোবাসা মানে বড় কিছু নয়। মাঝে মাঝে সেটা হয় একটু গরম সেমাই, ঈদের সকালে, চারজনের একসঙ্গে ভাগ করে খাওয়া।’

এখনো মনে হয়—সেদিন আমরা শুধু ঈদ করিনি, জীবনের এক নির্ভেজাল আনন্দটুকু হলের মাঠের কিনারায় রেখে এসেছিলাম।


মাহবুব আরা, সড়ক–৮, নিকেতন, গুলশান, ঢাকা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হল র ম ঠ একসঙ গ ঈদ র স

এছাড়াও পড়ুন:

একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল

একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদা আক্তারের ছয় সন্তানের মধ্যে পাঁচজনই মারা গেল। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়ার পরপরই একটি শিশু মারা যায়। আজ সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চার নবজাতকের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার রোববার সকালে একসঙ্গে এই ছয় সন্তানের জন্ম দেন। তাঁর স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। মোকসেদা আক্তারের ননদ লিপি বেগম আজ প্রথম আলোকে বলেন, বেঁচে থাকা একমাত্র নবজাতকের অবস্থাও বেশি ভালো নয়।

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা জানিয়েছেন, মোকসেদা তিন ছেলে ও তিন মেয়েসন্তান প্রসব করেন। সন্তানেরা ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল ৬০০ থেকে ৯০০ গ্রামে মধ্যে। এ কারণে তাদের সবার অবস্থাই ছিল সংকটজনক।

আরও পড়ুনঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, নবজাতকদের অবস্থা সংকটাপন্ন২২ ঘণ্টা আগে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে আইসিইউতে পর্যাপ্ত শয্যা খালি না থাকায় তিনজনকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র নবজাতকটি বেসরকারি হাসপাতালে আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • স্মার্ট সিটি হবে চট্টগ্রাম, একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন-চসিক
  • অনলাইন জীবন আমাদের আসল সম্পর্কগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে
  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
  • প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি!
  • একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল