Risingbd:
2025-11-02@00:41:20 GMT

পায়ের আঙুল লাগানো হলো হাতে

Published: 2nd, August 2025 GMT

পায়ের আঙুল লাগানো হলো হাতে

হাতের আঙ্গুলের জায়গায় পায়ের আঙ্গুল এনে সফলভাবে প্রতিস্থাপন করেছেন একদল চিকিৎসক। গত সপ্তাহে কুমিল্লার পিপলস হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে। এর নেতৃত্ব দিয়েছেন অর্থোপেডিক সার্জন কামরুল ইসলাম মামুন। কুমিল্লায় প্রথমবারের মতো এমন জটিল অস্ত্রোপচার সফল হয়েছে বলে দাবি চিকিৎসকদলের।

শনিবার (২ আগস্ট) রাইজিংবিডির সঙ্গে কথা হয় সার্জন কামরুল ইসলাম মামুনের। তিনি বলেন, ‘‘এর আগে আমরা একটি বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়েছিলাম। এবার সফলভাবে হাতের আঙ্গুলের জায়গায় পায়ের আঙ্গুল একটি পায়ের আঙুল হাতে প্রতিস্থাপন করেছি। কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপন এটাই প্রথম।’’

জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আশরাফুল আলম (৪২) সৌদি আরবে গাড়ি চালাতেন। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল কাটা যায়। এরপর দেশে ফিরে একাধিক হাসপাতালে ঘুরলেও হতাশ হন তিনি। পরে কুমিল্লায় আসেন। এখানকার চিকিৎসকেরা তার হাতের আঙ্গুলের জায়গায় পায়ের একটি আঙুল এনে প্রতিস্থাপন করেন।

আশরাফুল বলেন, ‘‘ভাবিনি দেশে এমন চিকিৎসা সম্ভব। কাটা আঙ্গুল নিয়ে সৌদি আরবেও গিয়েছিলাম। কিন্তু, কাজের অক্ষমতায় ফিরে আসতে হয়েছে। অবশেষে কুমিল্লায় এসে আবার আশার আলো দেখলাম।’’

জেলা সিভিল সার্জন ডা.

আলী নূর মোহাম্মদ বশীর আহমদ বলেন, ‘‘কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা আগে কখনো শুনিনি। এ ধরনের অস্ত্রোপচার দেশে কম খরচে করা গেলে সাধারণ মানুষের উপকার হবে।’’

ঢাকা/রুবেল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সির সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশের সামরিক নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই তাঁর এ সিদ্ধান্ত।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অব ওয়ারকে (প্রতিরক্ষা দপ্তর) নির্দেশ দিয়েছি, আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে।’ দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি এ বার্তা দেন।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। এরপরই রাশিয়া, আর অনেক পেছনে তৃতীয় স্থানে চীন।’ ১৯৯২ সালের পর থেকে যুক্তরাষ্ট্র কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি।

সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে রাশিয়া। এর তীব্র সমালোচনা করার কয়েক দিন পর ওই নির্দেশ দিলেন ট্রাম্প। রাশিয়া বলেছে, তার সফলভাবে চালানো ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন।

সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে রাশিয়া। এর তীব্র সমালোচনা করার কয়েক দিন পর ওই নির্দেশ দিলেন ট্রাম্প। রাশিয়া বলেছে, তার সফলভাবে চালানো ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন।

গতকাল বুধবার রাতে দেওয়া এক পোস্টে ট্রাম্প পারমাণবিক অস্ত্রের ‘অত্যন্ত ধ্বংসাত্মক ক্ষমতার’ কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, তাঁর প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার হালনাগাদ ও সংস্কার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, ‘চীনের পারমাণবিক কর্মসূচি আর পাঁচ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের হয়ে যাবে।’

আরও পড়ুনট্রাম্পের কোরিয়া সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া২২ ঘণ্টা আগে

ট্রাম্প তাঁর পোস্টে পরীক্ষার ধরন বা তা কবে ও কোথায় হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে তিনি লেখেন, ‘প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।’

অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অব ওয়ারকে (প্রতিরক্ষা দপ্তর) নির্দেশ দিয়েছি, আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্পের এ নির্দেশ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ শীতল যুদ্ধের অবসানকালে পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন।

আরও পড়ুনবুসানে বৈঠকে ট্রাম্প ও সি, চলতে পারে ৩-৪ ঘণ্টা১ ঘণ্টা আগে

সি চিন পিং দক্ষিণ কোরিয়ায় নামার ঠিক আগে ট্রাম্পের এ পোস্ট প্রকাশিত হয়। ২০১৯ সালের পর এটাই ছিল ট্রাম্প ও সির প্রথম সরাসরি সাক্ষাৎ। পোস্টটি দেওয়া হয় যখন ট্রাম্প সির সঙ্গে সাক্ষাৎ করতে ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে চড়ে গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরের পথে ছিলেন।

যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের একটি ভূগর্ভস্থ স্থাপনায় সেই পরীক্ষা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের আকাশে বি-৫২এইচ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ফেলা হচ্ছে। ২২ সেপ্টেম্বর ২০১৪

সম্পর্কিত নিবন্ধ

  • ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • তৃতীয়বারের আয়োজনে প্রথম দুবারকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়
  • সির সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প