কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদ্যুৎপৃষ্টে জোসনা খাতুন (৫৫) ও তার ছেলে বিপ্লব সরদার (৩৫) মারা গেছেন।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার শিকার হন তারা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব  পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে মাঠে যান। কাজ শেষে বিকেলে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশেই তাদের মুরগির ফার্ম রয়েছে।

আরো পড়ুন:

রাজবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাওয়ার টিলার নিয়ে সেখান দিয়ে আসার সময় মুরগির ফার্মের বিদ্যুতের তার ছিড়ে পাওয়ার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এসময় বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিপ্লব চিৎকার শুনে তার মা জোসনা খাতুন ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এসময় তিনিও বিদ্যুৎপৃষ্টে হন। বাড়ির লোকজন পরে মা-ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক মা-ছেলে দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার বলেন, “মুরগির ফার্মে ব্যবহৃত বিদ্যুতের তার ছিড়ে ছেলে ও মা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যশোরে সাংবাদিকের ছেলে ছুরিকাহত

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জিহাদ হোসাইন (১৮) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরে কালেক্টর চত্বরে হামলার শিকার হন তিনি। 

আহত জিহাদ হোসাইন যশোরে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি ওয়াইদুল ইসলাম অভির ছেলে। তিনি উপশহর এ-ব্লকের বাসিন্দা। 

আরো পড়ুন:

বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ককে কুপিয়ে আহত

গংগাচড়ায় হিন্দু পাড়ায় হামলা: গ্রেপ্তার ৫ জন আদালতে

এলাকাবাসী জানান, জিহাদ তার এক বন্ধুর সঙ্গে কালেক্টর চত্বরে ঘুরতে যান। এসময় ৫-৬ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। তারা জিহাদের পকেটে হাত দেয়। জিহাদ তাদের বাধা দেন। এসময় ছিনতাইকারীদের একজন চাকু দিয়ে জিহাদের ডান পায়ের উরুতে আঘাত করে। পরে তারা পালিয়ে যায়। জিহাদকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার বন্ধু।

সাংবাদিক ওয়াইদুল ইসলাম অভি তার ছেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন। 

যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, বিষয়টি তদন্তাধীন। অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যশোরে সাংবাদিকের ছেলে ছুরিকাহত