কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদ্যুৎপৃষ্টে জোসনা খাতুন (৫৫) ও তার ছেলে বিপ্লব সরদার (৩৫) মারা গেছেন।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার শিকার হন তারা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব  পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে মাঠে যান। কাজ শেষে বিকেলে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশেই তাদের মুরগির ফার্ম রয়েছে।

আরো পড়ুন:

রাজবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাওয়ার টিলার নিয়ে সেখান দিয়ে আসার সময় মুরগির ফার্মের বিদ্যুতের তার ছিড়ে পাওয়ার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এসময় বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিপ্লব চিৎকার শুনে তার মা জোসনা খাতুন ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এসময় তিনিও বিদ্যুৎপৃষ্টে হন। বাড়ির লোকজন পরে মা-ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক মা-ছেলে দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার বলেন, “মুরগির ফার্মে ব্যবহৃত বিদ্যুতের তার ছিড়ে ছেলে ও মা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য  : আল আমিন

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘নির্বাচনে জয় পরাজয় মূখ্য বিষয় নয়। সাধারণ মানুষ ও ভোটারদের আস্থা এবং বিশ্বাস অর্জন করাই আমাদের লক্ষ্য। 

স্বাধীনতার পর থেকে যারা বারংবার এই দেশের ক্ষমতার আসনে বসেছে, সেই দলের জনপ্রতিনিধিদের কর্মকান্ডের কারনে জনগন তাদের বিশ্বাস করতে চায় না। মানুষের সামনে আস্থার সংকট তৈরী হয়েছে। আমরা চাই, মানুষ আমাদের কথায় ও কাজে মিল দেখে আমাদের উপর ভরসা রাখবে।’

শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভুইগড় ও রঘুনাথপুর এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন আল আমিন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন তিনি। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

আল আমিন স্থানীয় পাড়া মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়কালে এলাকার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান বৃদ্ধি ও তরুন প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতের আশ্বাস দেন। দলীয় নেতাকর্মিদের উপস্থিতিতে পুরো পথসভা ওণসংযোগ কর্মসূচী প্রাণবন্ত হয়ে উঠে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা এনসিপির সদস্য জুবায়ের হোসেন, মোস্তফা খন্দকার, তরিকুল ইসলাম, লুবনা রহমান, জেলা যুবশক্তির নেতা রাইসুল ইসলাম, উপজেলা এনসিপি নেতা সাগর মল্লিক সহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুরিকাঘাত
  • মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য  : আল আমিন
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর উপজেলা যুবদলের দোয়া
  • রূপগঞ্জে বন্ধুদের নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার