শহরের মিশন পাড়া মহানগরী জামায়াতের কার্যালয়ে শনিবার বিকালে মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে অংশ গ্রহন করে মাওলনা মঈন উদ্দিন আহমাদ বলেন, আমাদের সকল কাজের ফলাফল আমাদের নিয়তের উপর বর্তাবে।

সকল কাজ আল্লাহর রাজি ও খুশীর জন্য করতে হবে। আমাদের সকল পর্যায়ে সাংগঠনিক নিয়ম শৃঙ্খলাকে বজায় রাখতে হবে। দেশের মানুষ ইসলামের বিজয় দেখার জন্য অপেক্ষায় আছে।

সভাপতির বক্তৃতায় মাওলানা মো: আবদুল জব্বার বলেন, ৫ ই আগষ্ট যদি দ্বিতীয় স্বাধীনতা না আসতো আমরা যে ইসলামী জাগরণের স্বপ্ন দেখি, দ্বীন বিজয়ের প্রত্যাশা করি তা হয়তো সম্ভব হতোনা। 

তিনি বলেন আমীরে জামায়াতের বর্তমান সময়ের নেতৃত্ব গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে, তিনি আজ অসুস্থ। মহান আল্লাহ যেনো আমীরে জামায়াতকে দ্রুত সুস্থ করে জাতির কান্ডারী হিসেবে অগ্রনী ভুমিকা পালন করতে পারে, সে জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।

 আবদুল জব্বার আবারও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হৃদয় বিদারক ঘটনা স্বরণ করে  নিহতদের  রুহের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।

বৈঠক শেষে মাওলানা মঈন উদ্দিন আহমাদ সকলকে নিয়ে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সফল বাইপাস সার্জারির জন্য আল্লাহর শোকরিয়া আদায় করে দ্রুত শেফা দানের জন্য দোয়া করেন।

 এছাড়া মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম সহ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন ও মহানগরীর মজলিসে শুরা সদস্যগন বৈঠকে উপস্থিত ছিলেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ র জন য আল ল হ

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ