আব্বা নায়ক হতে চেয়েছিলেন: ফেরদৌসী রহমান
Published: 3rd, August 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় মেসির চোট
লিগস কাপে ইন্টার মায়ামি বনাম নেকাখসার ম্যাচে সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। মেক্সিকোর ক্লাবটির বিপক্ষে মেসি শুরুটাও করেছিলেন দারুণ। খেলা শুরুর ৭ মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণেও যান আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু ড্রিবল করে প্রতিপক্ষের বক্সে ঢুকতে গিয়েই বাঁধে বিপত্তি। প্রতিপক্ষ বক্সের কাছাকাছি যাওয়ার পর মেসিকে ঠেকানোর জন্য এগিয়ে আসেন নেকাখসার দুই খেলোয়াড় রাউল সানচেজ এবং আলেক্সিস পেনা।
এ দুজনের ট্যাকলেই বক্সের ভেতর হুমড়ি খেয়ে পড়ে যান মেসি। এই পড়ে যাওয়াটাই শেষ পর্যন্ত বিপদ ডেকে এনেছে। উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পারেননি। এ সময় মেসির মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল তাঁর চোটে পড়ার কথা। চোট নিয়েই শেষ পর্যন্ত ১১ মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। তাঁর বদলে মাঠে নামেন ফেদেরিকো রেদোনদো।
ম্যাচ শেষে মেসির চোট নিয়ে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। হয়তো এটা গুরুতর কিছু হবে না কারণ তার ব্যথা নেই। কিন্তু সে অস্বস্তি বোধ করছে।’
আরও পড়ুনমেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস৩০ জুলাই ২০২৫মেসির চোটে পড়ার ম্যাচে ইন্টার মায়ামি অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫-৪ গোলে বাজিমাত করেছে মায়ামিই।
চোট নিয়ে মাঠ ছাড়ছেন মেসি