এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। তবে ২৬ জুলাইয়ের সেই সূচিতে শুধু গ্রুপিং আর ম্যাচের তারিখই বলা হয়েছিল। ভেন্যু আর ম্যাচ শুরুর সময় জানানো হয়নি। এবার কার ম্যাচ কোথায়–কখন শুরু, সেটিই জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

শনিবার এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এশিয়া কাপের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে। একটি আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, অন্যটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচই হবে দুবাইয়ে। ১৯ দিনব্যাপী ১৯ ম্যাচের এই আসরে ফাইনালসহ ১১ ম্যাচ হবে সেখানে। আবুধাবিতে ম্যাচ হবে ৮টি।

গ্রুপ পর্বে বাংলাদেশের সব কটি ম্যাচই আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অবশ্য শুধু বাংলাদেশের নয়, টুর্নামেন্টের একটি ম্যাচ বাদে সব ম্যাচই শুরু হবে রাত ৮টায়।

১৫ সেপ্টেম্বর দুটি ম্যাচ। সেদিন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত-ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। অন্য ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে হংকং–শ্রীলঙ্কা।

টি–টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপে এবারও একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশী দেশের ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল ওমান ও স্বাগতিক আরব আমিরাত অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় ভারত ও পাকিস্তানেরই গ্রুপসেরা হয়ে সুপার ফোরে ওঠার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ২১ সেপ্টেম্বর সুপার ফোর পর্বে তারা আবার মুখোমুখি হবে।

বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে, আগামী ২৮ সেপ্টেম্বর।
ভেন্যু ও সময়সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি বলেন, ‘গ্যালারিভরা দর্শক আর সত্যিই শ্বাসরুদ্ধকর কিছু লড়াই দেখার অপেক্ষায় আছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প ট ম বর

এছাড়াও পড়ুন:

নিরাপত্তারক্ষীদের বেঁধে চিনিকলে ডাকাতি, ট্রাক ভরে নিয়ে গেল মাল

নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে কারখানার মালামাল ট্রাকে ভরে নিয়ে গেছে একদল ডাকাত। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী পরিমাণ মালামাল লুট হয়েছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেনি চিনিকল কর্তৃপক্ষ বা পুলিশ।

নাটোর থানা ও চিনিকল সূত্রে জানা গেছে, আজ ভোরে একটি মিনিট্রাকে করে একদল ডাকাত চিনিকলে ঢোকে। তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে কারখানার ভেতরে ঢোকে এবং মালামাল ট্রাকে করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে হেফাজতে নেয়।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা চিনিকলের কারখানায় ডাকাতি করেছে। এ সময় আনসারসহ চিনিকলের নিজস্ব নিরাপত্তারক্ষীদের বেঁধে রাখা হয়েছিল। মালামালের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও কাজ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে আছে। ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণের কাজ চলছে। এ পর্যন্ত অন্তত ছয়জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকিদেরও করা হবে।’

সম্পর্কিত নিবন্ধ