ফাইনালেও সেঞ্চুরি, সব পুরস্কার নিয়ে গেলেন ডি ভিলিয়ার্স
Published: 3rd, August 2025 GMT
এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকানদের আক্ষেপ বাড়িয়েই দিলেন হয়তো।
৪১ বছর বয়সী এই ব্যাটসম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) যেভাবে খেলেছেন, তাতে দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন—এমন আক্ষেপ বাড়ারই কথা। গতকাল টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইনিংসটিতে চার মেরেছেন ১২টি, ছক্কা ৭টি।
ফাইনালের আগে ডি ভিলিয়ার্স ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও। তাঁর এমন দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস তো শিরোপা জিতেছেই, সেই সঙ্গে প্রায় সব ব্যক্তিগত পুরস্কারও হাতে তুলেছেন ডি ভিলিয়ার্সই।
শনিবার রাতে এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়নস ২০ ওভারে করে ৫ উইকেটে ১৯৫। ওপেনার শারজিল খান সর্বোচ্চ ৪৪ বলে ৭৬ রান করেন। অন্যদের মধ্যে উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক করেন ২০ রান।
তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস শুধু হাশিম আমলার উইকেটটিই হারিয়েছে। দ্বিতীয় উইকেটে জেপি ডুমিনির সঙ্গে অবিচ্ছিন্ন ১২৫ রানের জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন ডি ভিলিয়ার্স। ইনিংসের মাঝে হ্যামস্ট্রিংয়ের চোট পেলেও খেলা চালিয়ে গেছেন ‘৩৬০ ডিগ্রি’খ্যাত এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ম্যাচ জিতে নেয় ১৯ বল হাতে রেখে।
দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের শিরোপাজয়ের আনন্দ ডি ভিলিয়ার্স–ডুমিনির.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ফ ইন ল
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।