Risingbd:
2025-08-03@10:16:29 GMT

বাবা হলেন শ্যামল মাওলা

Published: 3rd, August 2025 GMT

বাবা হলেন শ্যামল মাওলা

বাবা হলেন ছোট ও বড় পর্দার অভিনেতা শ্যামল মাওলা। রবিবার (৩ আগস্ট) সাড়ে ১১টার দিকে ঢাকার  একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শ্যামলের স্ত্রী মাহা শিকদার। 

কন্যাকে কোলে নিয়ে তোলা একটি ছবি শ্যামল মাওলা তার ফেসবুকে শেয়ার করেছেন। এ ছবির ক্যাপশনে শ্যামল মাওলা লেখেন, “নতুন তারকা এসেছে।” পরে এ অভিনেতা জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। কন্যার নাম রেখেছেন সানাভ মাওলা। 

২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত। 

আরো পড়ুন:

স্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আলোচনায় গুরমিত

বাঁধন-সাবার ভার্চুয়াল দ্বন্দ্বে যোগ দিলেন অরুণা বিশ্বাস

মাহা শিকদারের এটি প্রথম বিয়ে হলেও শ্যামলের দ্বিতীয় বিয়ে। এর আগে নন্দিতার সঙ্গে ঘর বেঁধেছিলেন শ্যামল। এ সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে। 

একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা অভিনয় করেন। ‘গেরিলা’ সিনেমায় তার অনবদ্য অভিনয় এখনো দর্শক হৃদয়ে গেঁথে আছে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আগামী দুর্গাপূজায় এটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে ২০২৪-২৫ সেশনে দ্বিতীয় ব্যাচে ইভিনিং এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

ইভিনিং ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের বিস্তারিত

ইভিনিং এমবিএ ২০২৪-২৫ (২য় ব্যাচ):

১. যোগ্যতা: ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি।

২. আসনসংখ্যা ৪৫।

৩. ক্লাসের সময়: ছুটির দিন সন্ধ্যায়।

৪. আবেদন ফি লাগবে: ১ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা কেন ঝুঁকছেন বাংলাদেশ–সিঙ্গাপুর–উজবেকিস্তান–রাশিয়ার দিকে০২ আগস্ট ২০২৫

এক্সিকিউটিভ এমবিএ ২০২৪-২৫ (২য় ব্যাচ) :

১. যোগ্যতা: তিন বা চার বছরের ব্যাচেলর ডিগ্রি, কমপক্ষে দুই বা তিন বছরের কাজের অভিজ্ঞতা গ্র্যাজুয়েশনের পর।

২. আসনসংখ্যা ৩৫।

৩. ক্লাসের সময়: শুধু শুক্রবার।

৪. আবেদন ফি লাগবে: ২০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

১. ইভিনিং এমবিএ: ৪ আগস্ট ২০২৫।

২. এক্সিকিউটিভ এমবিএ: ১৭ আগস্ট ২০২৫।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ

১. ইভিনিং এমবিএ: ৪ আগস্ট ২০২৫।

২. এক্সিকিউটিভ এমবিএ: ১৯ আগস্ট ২০২৫।

ভর্তি পরীক্ষা হবে

১. ইভিনিং এমবিএ: ৯ আগস্ট, সকাল ১০টা।

২.এক্সিকিউটিভ এমবিএ: ২২ আগস্ট, সকাল ১০টা।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনফিনল্যান্ড কীভাবে গড়েছে বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা, সাফল্যের ৬ কারণ৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ