গংগাচড়ার হিন্দু পাড়ায় হামলার ঘটনায় সাংবাদিক গ্রেপ্তার
Published: 3rd, August 2025 GMT
রংপুরের গংগাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (২ আগস্ট) মধ্যরাতে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাংবাদিকের নাম হাবিবুর রহমান সেলিম। তিনি রংপুর থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার পাগলাপীর প্রতিনিধি।
আরো পড়ুন:
বাবা-মেয়ের কাছ থেকে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের বাড়িতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
গংগাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উস্কে দেওয়ার অনেক ভিডিও এবং অডিও থাকায় সেলিমকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়। আলদাদপুরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার সেমিলকে আদালতে পাঠানো হয়।
গত ২৬ জুলাই বিকেলের দিকে হঠাৎ করেই এলাকায় ছড়িয়ে পড়ে, গ্রামের ১৭ বছরের এক কিশোর ফেইসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন। এরপর ২৭ রাতে ওই গ্রামের হিন্দুদের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতনামারা।
হামলায় ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি। এ ঘটনায় গত ২৯ জুলাই বিকেলে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা/আমিরুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
সাভারে এপিসি থেকে ফেলে হত্যা: পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার
সাভারের পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে ফেলে হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ সব তথ্য জানান ঢাকার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে পলাতক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আজ রবিবার (৩ জুলাই) সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন:
‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি
কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার বাসা ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।
ঢাকা/সাব্বির/বকুল