‘ফসল ও প্রাণিজ উৎপাদনে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক গুরুতর হুমকি হয়ে উঠছে’
Published: 3rd, August 2025 GMT
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, “আমরা ফসল ও প্রাণিজ উৎপাদনে যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যাচ্ছি, তা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। বর্তমানে মাছের ক্ষেত্রে মাল্টিড্রাগ ও এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম পাওয়া যাচ্ছে, যা পরিবেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমরা অর্গানিক উপায়ে মাছ চাষ শুরু করেছি। আগামী দিনে সেখানে মাছের জন্য ভ্যাকসিন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনে পূবালী ব্যাংক পিএলসি প্রদত্ত বাস হস্তান্তর অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি একটি ভ্যাকসিন উদ্ভাবন করেছি, যা এলুমিনাস ভিরুনি ও এলুমিনাস হাইড্রোফিলা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। এই ব্যাকটেরিয়াগুলো মাছের আলসারেটিভ সিনড্রোম নামক মারাত্মক রোগের জন্য দায়ী। এ রোগ হলে মাছের গায়ে পচন ধরে, মাংস ফুলে ওঠে, কিন্তু মাছ জীবিত অবস্থায় সামনের দিকে নড়তে থাকে। আমার উদ্ভাবিত এই ভ্যাকসিন মাছকে এ রোগ থেকে সুরক্ষা দেবে এবং মৎস্য খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা হ্রাস করবে।”
আরো পড়ুন:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শাবিপ্রবি প্রশাসন
স্বায়ত্তশাসনের দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
তিনি আরো বলেন, “পলিকালচার করলে এই রোগ বেশি হয়। এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মনোকালচার করতে পারি। এসব কিছু আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।”
পরিবহন বিভাগের পরিচালক অধ্যাপক ড.
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার , প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান প্রমুখ।
ঢাকা/আইনুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লেনোভোর নতুন ল্যাপটপ বাজারে
দেশের বাজারে লেনেভোর তৈরি আইডিয়াপ্যাড স্লিম থ্রিআই ৮৩কেডি০০০কিউএলকে মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ৪.৭ গিগাহার্জ গতির ইন্টেলের কোর আই৩ ১০০ইউ প্রসেসরে চলা ল্যাপটপটির ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ৫০০ টাকা। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫.৩ ইঞ্চি আইপিএস পর্দার ল্যাপটপটিতে ৮ গিগাবাইট ডিডিআরফাইভ র্যাম রয়েছে, যা সর্বোচ্চ ২৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফলে স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি সহজেই একসঙ্গে একাধিক কাজ করা যায়। ল্যাপটপটির পর্দায় ৩০০ নিটস উজ্জ্বলতার পাশাপাশি টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।
দুটি ডলবি স্পিকার ও টিপিএম ২.০ সুরক্ষা চিপযুক্ত ল্যাপটপটিতে ফুল এইচডি আইআর ক্যামেরা থাকায় স্বচ্ছন্দে অনলাইন বৈঠক করার পাশাপাশি গানও শোনা যায়। উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সমর্থন করা ল্যাপটপটিতে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ সুবিধাও রয়েছে।