আরও পড়ুনএকসঙ্গে সময় কাটাবেন শাকিব, শেহজাদ, থাকবেন বুবলীও২৫ জুলাই ২০২৫২ / ৯ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ।’ বুবলীর ফেসবুক থেকে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জীবননগরে ভৈরব নদে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু দুটির নাম রিমন হোসেন (৭) ও মো. জুনায়েদ হোসেন (৭)। রিমন হোসেন মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার মো. সজীব হোসেনের ছেলে এবং মো. জুনায়েদ হোসেন একই গ্রামের মো. জুয়েল মিয়ার ছেলে। তারা দুজন বন্ধু এবং দুজনই পার্শ্ববর্তী কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রিমন হোসেনের বাবা মো. সজীব হোসেন জানান, আজ রোববার স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পর তিন বন্ধু রিমন হোসেন, জুনায়েদ হোসেন ও রাব্বি হোসেন বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। নদীতে নেমে তারা জাগ দেওয়া পাটের ওপর খেলতে শুরু করে। সে সময় পা পিছলে রিমন পানিতে পড়ে। জুনায়েদ তাকে উদ্ধার করতে গেলে দুজনেই পানির নিচে তলিয়ে যায়। দুই বন্ধুর পানিতে ডুবে যাওয়া দেখে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের খবর দেয়। খবর পেয়ে স্বজনেরা এসে পানি থেকে শিশু দুটির লাশ উদ্ধার করেন।

এদিকে খবর পেয়ে জীবননগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং ওই দুটি শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ