জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হাজিগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, সম্পাদক জাহিদ সুজন, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর.

এইচ পলাশ, মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং কার্যকরী সদস্য এ.আর. দোলন।


পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব হোসেন হৃদয় বলেন, “জুলাই মাস আমাদের মনে করিয়ে দেয়—স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হওয়া মানুষদের কথা, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে ওঠা সংগ্রামীদের কথা। আজ আমরা জুলাই শহীদদের শুধু স্মরণ করেই থেমে থাকবো না আমরা বাংলাদেশ যুব ফেডারেশন লড়াই করে যাবো জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য”

বাংলাদেশ যুব ফেডারেশন ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে শোষণ, দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানায় এবং শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জামপুর ইউনিয়নের তালতলা দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী নাসির উদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা ও নুরে ইয়াসিন নোবেল।

এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ হাসু মিয়া, আক্তার হোসেন, শাহ আলম, নাঈম, মামুন, সোহেল দেওয়ান, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং মাদরাসার ছাত্র ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ত্বকী হত্যায় জড়িত সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচনের আগেই অভিযোগপত্র দাখিলের দাবি
  • খালেদা জিয়া ও সানির সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড জাসাসের দোয়া মাহফিল
  • মাসুদ ভাই আপনাদের পথের কাঁটা হয়ে থাকবেন না : সজল
  • আড়াইহাজারে কাভার্ডভ্যান থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার চালক
  • নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • পরিচয় শনাক্তে তোলা হচ্ছে ১১৪ জুলাই শহীদের লাশ