জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিস
Published: 5th, August 2025 GMT
দলীয় কার্যক্রম পরিচালনায় আদালতের আদেশে নিষেধাজ্ঞার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জায়গায় দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গুলশানে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত হয়।
দলের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন এতথ্য জানান।
তিনি বলেন, ‘‘আদালতের নিষেধাজ্ঞার কারণে জিএম কাদের অবর্তমানে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আনিস ভাইকে আজকের প্রেসিডিয়াম সভায় এ দায়িত্ব দেওয়া হয়েছে। দলের ষোল জন প্রেসিডিয়ামের উপস্থিতিতে এবং অনলাইনে মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।’’
বিস্তারিত আসছে .
ঢাকা/নঈমুদ্দীন//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাজেকের পথে পানি, আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং এলাকায় ভারী বৃষ্টির ফলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় উভয় পাশে আটকা পড়েছেন সাজেকগামী ও সাজেকফেরত ৩ শতাধিক পর্যটক।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বাঘাইহাট-সাজেক সড়কের মাচালং বাজার সেতুর পাশের সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সাজেকে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। সাজেকগামী প্রায় ২০০ পর্যটক দীঘিনালা পাড়ে আটকা পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন। তিনি জানিয়েছেন, গতকাল (সোমবার) খুব বেশি পর্যটক সাজেকে যাননি। যাদের জরুরি প্রয়োজন ছিল, তারা মাচালং বাজারে নৌকা দিয়ে পার হয়ে খাগড়াছড়িতে ফিরেছেন। আজ (মঙ্গলবার) কেউ সাজেকে প্রবেশ করেননি। যেসব পর্যটক সাজেকে ফেরত এসেছেন, তাদেরকে সর্বনিম্ন মূল্যে থাকার ব্যবস্থা করা হবে।
সুপর্ন দেব বর্মন আশা প্রকাশ করেছেন, বৃষ্টি না হলে সড়কের পানি হয়ত কয়েক ঘণ্টার মধ্যে নেমে যাবে।
খাগড়াছড়ি জিপ মালিক সমিতির অফিসের লাইনম্যান সৈকত জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত সাজেকের দুই পাড়ে বেশকিছু গাড়ি মাচালং থেকে ফেরত আসেন। ২৫০ থেকে ৩০০ পর্যটক গন্তব্যে পৌঁছাতে পারেননি।
ঢাকা/শংকর/রফিক