নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন, দ্রুত চিঠি পাওয়ার প্রত্যাশা সিইসির
Published: 6th, August 2025 GMT
নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সবরকম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দ্রুত প্রধান উপদেষ্টার কাছ থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বুধবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সিইসি এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এবং আগামী ৩১ অগাস্টের মাঝে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি, নির্বাচনের আগে একটি সুনির্দিষ্ট তারিখের মাঝে যাদের বয়স ১৮ বছর হয়ে যাবে, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”
আরো পড়ুন:
জনগণের ভোটাধিকার প্রয়োগের দোদুল্যমানতা কেটে গেছে: সালাহউদ্দিন
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ
সেপ্টেম্বরের মধ্যে সব কেনাকাটা সম্পন্ন হবে উল্লেখ করে সিইসি আরো জানান, নির্বাচনের আগে মিডিয়াসহ সকল অংশীজনের সঙ্গ আলোচনা করবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, “একটি নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ.
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন।”
ঢাকা/কেএন/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আশা করব প্রধান উপদেষ্টার ঘোষণা যথাসময়ে বাস্তবায়িত হবে: জাহিদ হোসেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা যথাসময়ে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
আজ বুধবার দুপুরে কুমিল্লা নগরের কান্দির পাড় ভিক্টোরিয়া কলেজ সড়ক এলাকায় বিএনপির বিজয় শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টা গতকাল যে ঘোষণা দিয়েছেন, “আগামী ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে নির্বাচন হবে”, বিএনপি সেই সিদ্ধান্তকে স্বাগত জানায়। আমাদের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা এসেছিল, গতকাল প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের সামনে সেটি পুনর্ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশনকে তিনি জানিয়ে দেবেন যেন নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হয়। বাংলাদেশের মানুষ বুকভরা আশা নিয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। কারণ, বিগত চারটি নির্বাচনে মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আমরা আশা করব, প্রধান উপদেষ্টার এই ঘোষণা আগামী দিনে যথাসময়ে বাস্তবায়িত হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল প্রধান উপদেষ্টা যেসব ঘোষণা দিয়েছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক আপত্তি থাকার পরও জাতির বৃহত্তর স্বার্থে সেটিকেও সাধুবাদ জানাই। নির্বাচিত সংসদ সদস্যরাই ঠিক করবেন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে।’
জাহিদ হোসেন আরও বলেন, ‘দেশের লাখ লাখ বেকার যুবক কোনো কাজ পান না। কারণ, বিগত স্বৈরাচারের আমলে শুধু কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য আর চাকরি তাঁরাই পেয়েছেন, যাঁদের জিনের মধ্যে একটি দল আছে। দেশের মানুষকে কোনো ক্ষেত্রেই তাঁরা কাজ করতে দেননি। কাজেই, যদি সত্যিকারে বৈষম্য দূর করতে হয়, তাহলে যে লক্ষ্য নিয়ে মানুষ ১৬ বছর আন্দোলন করল, জুলাই-আগস্টে শাহাদাতবরণ করল, তাঁদের রক্তের ঋণ যদি শোধ করতে হয়, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো আপনার-আমার সবার নৈতিক দায়িত্ব। এটিই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।’
বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহেরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্যসচিব আশিকুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, উত্তর জেলার সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি প্রমুখ। সমাবেশ শেষে বের হওয়া বিজয় শোভাযাত্রা কান্দির পাড় থেকে শুরু হয়ে নগরের মনোহরপুর, রাজগঞ্জ, সার্কিট হাউস মোড় ঘুরে জিলা স্কুল হয়ে আবার কান্দির পাড়ে এসে শেষ হয়।