বন্দরে ৩ নারী মাদক কারবারিসহ ৪ জনকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ২২ কেঁজি  গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো রাজশাহী জেলার বেলপুকুর থানার রেল পুকুরিয়া এলাকার মনিরুজ্জামান মিয়ার ছেলে হৃদয় (২০) কুমিল্লা জেলার দক্ষিন থানার সুবর্নপুর এলাকার মোর্শেদ মিয়ার মেয়ে নিঝুম (২৫) একই এলাকার ফারুক মিয়ার মেয়ে তাসলিমা আক্তার রুবি (১৯) ও মাগুড়া জেলার সদর থানার চাুদপুর এলাকার গোলাম বিশ্বাস মিয়ার মেয়ে রাহিমা খাতুন (২৪)।

গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব-১১ নায়েক সুবেদার গিয়াস উদ্দিন বাদী হয়ে বুধবার (৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৭(৮)২৫।

গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মামলায় ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার  (৫ আগস্ট) রাত পৌনে ১টায় বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল  বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র প ত রক ত এল ক র য ব ১১

এছাড়াও পড়ুন:

ভারত ম্যাচের আগে দলে মনোবিদ যুক্ত করেছে পাকিস্তান

ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দলের খেলোয়াড়দের চাপ অনুভব করা নতুন কিছু নয়। এবার গ্রুপ পর্বের খেলায় ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর জেরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে আজকের সুপার ফোর পর্বের ম্যাচ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।

ভারত ম্যাচের আগে তাই চাপ সামলাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলে একজন মনোবিদ যুক্ত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ খবর দিয়েছে।
সামা টিভি অনলাইন তাদের এক সূত্রের বরাতে লিখেছে, খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে এবং মাঠে শান্ত থাকতে সাহায্য করবেন মনোবিদ ডা. রাহিল করিম।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ তাদের প্রতিবেদনে ডা. রাহিল সম্পর্কে লিখেছে, তিনি একজন অভিজ্ঞ মনোরোগবিশেষজ্ঞ। তিনি পাকিস্তানের বিভিন্ন কলেজে কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে সাইকিয়াট্রি ট্রেইনি চিকিৎসকদের প্রশিক্ষণ ও নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

আজ ভারত পাকিস্তান ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ