‘সার্ফ এক্সেল বাংলাদেশ’-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ফুটবল তারকা জামাল ভূঁইয়া। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার পথ ধরে তিনিও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন।

৩০ বছরের বেশি সময় ধরে সার্ফ এক্সেল ‘দাগ থেকে দারুণ কিছু’, এই বিশ্বাসে অটল। কারণ, দাগ মানে শিশুরা খেলছে, শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে পোশাকে দাগ লাগার ভয় ছাড়াই। জামাল ভূঁইয়ার জীবনযাত্রা, যাঁর প্রতিটি ধাপে আছে অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবল—এই ‘প্লে অন’ ভাবনার এক জীবন্ত উদাহরণ।

সার্ফ এক্সেল ও জামাল ভূঁইয়া একসঙ্গে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে, তারা যেন খেলতে থাকে, শিখতে থাকে এবং কখনো থেমে না যায়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স র ফ এক স ল

এছাড়াও পড়ুন:

‘ইউরোপ ভুল পথে এগোচ্ছে’: এক্সকে জরিমানা করায় ক্ষেপলেন ট্রাম্প

ইলন মাক্সের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) জরিমানা করায় সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকদের এই পদক্ষেপকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন তিনি।

অনলাইন কনটেন্টের নিয়ম-কানুন ভঙ্গ করার দায়ে ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকেরা গত শুক্রবার এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউরোপ ‘কিছুটা ভুল পথে এগোচ্ছে। এটি খুব খারাপ, সেখানকার জনগণের জন্য খুবই খারাপ। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক।’ সোমবার রাতের মধ্যেই তিনি এই জরিমানার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে চান বলেও জানিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা এটা কীভাবে করল। ইউরোপকে আরও বেশি সতর্ক থাকতে হবে।’ এ বিষয়ে সাহায্যের জন্য ইলন মাস্ক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুনইউরোপে এক্সের ১৪ কোটি ডলার জরিমানা০৬ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ