বরিশালে আন্দোলন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
Published: 19th, August 2025 GMT
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও স্বাস্থ্য সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবিতে চলা ছাত্র আন্দোলন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুহান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।
শেবাচিমসহ দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলনের ২৩তম দিন ছিল আজ। এ দিন দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। এই কর্মসূচি থেকে পুলিশ ছাত্রলীগ নেতা হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সুহানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ দিকে দুপুর সাড়ে ১২টায় শেবাচিমে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। এ সময় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিষয়টি মাথায় নিয়ে কমপ্লিট শাটডাউনের মতো বড় ধরনের কমর্সূচিতে না গিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কথা জানান ইন্টার্ন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করে ইন্টার্ন চিকিৎসক ডা.
উল্লেখ্য আগামীকাল থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলেও জানা গেছে।
এর আগে ১৭ আগস্ট স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের নামে কিছু দুষ্কৃতিকারী শেবাচিমের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. দিলীপ রায়ের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচার দাবি করে ওই দিন বিকেল ৩টা থেকে কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা।
শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, ‘‘ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করেছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদের বলেছেন- ওই চিকিৎসকের উপর হামলা ও আন্দোলনের সাথে জড়িত হামলাকারী ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া নিরাপদ কর্মস্থলের জন্য পুলিশ আমাদের সহযোগিতা করছে। এ কারণেই চিকিৎসকরা কাজে ফিরেছেন।’’
ঢাকা/পলাশ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর চ ক ৎসকর বর শ ল
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে