বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও স্বাস্থ্য সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবিতে চলা ছাত্র আন্দোলন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার  হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুহান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।

শেবাচিমসহ দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলনের ২৩তম দিন ছিল আজ। এ দিন দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। এই কর্মসূচি থেকে পুলিশ ছাত্রলীগ নেতা হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। 

সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সুহানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এ দিকে দুপুর সাড়ে ১২টায় শেবাচিমে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। এ সময় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিষয়টি মাথায় নিয়ে কমপ্লিট শাটডাউনের মতো বড় ধরনের কমর্সূচিতে না গিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কথা জানান ইন্টার্ন চিকিৎসকরা। 

বিষয়টি নিশ্চিত করে ইন্টার্ন চিকিৎসক ডা.

মো. নাজমুল হুদা বলেন, ‘‘পরিচালক স্যারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা বিকেল ৩ টায় কর্মস্থলে ফিরেছি।’’ 

উল্লেখ্য আগামীকাল থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলেও জানা গেছে। 

এর আগে ১৭ আগস্ট স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের নামে কিছু দুষ্কৃতিকারী শেবাচিমের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. দিলীপ রায়ের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচার দাবি করে ওই দিন বিকেল ৩টা থেকে কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা। 

শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, ‘‘ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করেছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদের বলেছেন- ওই চিকিৎসকের উপর হামলা ও আন্দোলনের সাথে জড়িত হামলাকারী ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া নিরাপদ কর্মস্থলের জন্য পুলিশ আমাদের সহযোগিতা করছে। এ কারণেই চিকিৎসকরা কাজে ফিরেছেন।’’ 

ঢাকা/পলাশ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর চ ক ৎসকর বর শ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ