মহেশখালীতে শিশুকে ধর্ষণ ও হত্যা: যুবকের মৃত্যুদণ্ড
Published: 26th, August 2025 GMT
কক্সবাজারের মহেশখালীতে সাত বছর বয়সী শিশু মাহিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে মো. সোলাইমান (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মরদেহ গুম করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন।
আরো পড়ুন:
স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
গাইবান্ধায় ছাত্রশিবির নেতাকে হত্যা: ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
দণ্ডপ্রাপ্ত সোলাইমান উখিয়া উপজেলার পালংখালী চাকমারকুল এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল।
মামলার এজাহার থেকে জানা গেছে, সোলাইমান মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করার সুবাদে ২০১৯ সালের অক্টোবরে মাহিয়ার চাচার বাসা ভাড়া নেয়। ওই বছরের ৩০ নভেম্বর স্কুল থেকে ফিরে মাহিয়া খেলার জন্য বের হলে সোলাইমান তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে সে মাহিয়াকে ধর্ষণ করে। শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সোলাইমান। এরপর সে মাহিয়ার মরদেহ একটি লাগেজে ভরে অটোরিকশায় করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার উজানটিয়ার একটি লবণমাঠে ফেলে আসে। এর পরদিন পুলিশ সোলাইমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।
কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন টিটু জানিয়েছেন, নিহত শিশুর বাবা আয়াত উল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ রায় দিলেন।
রায় ঘোষণার সময় বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, সোলাইমান ‘সিরিয়াল কিলার’ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছিল। তাকে এখনই না থামালে ভবিষ্যতে সে একই ধরনের অপরাধ চালিয়ে যেতে পারত। সোলাইমান এর আগে টেকনাফে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছিল এবং সে ঘটনার পর পালিয়ে এসে এ জঘন্য অপরাধ করে।
এ রায়ে ভুক্তভোগী শিশুর পরিবার, আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে, আসামি দাবি করেছে, সে ন্যায়বিচার পায়নি। তাই, উচ্চ আদালতে আপিল করবে।
ঢাকা/তারেকুর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে