ফরিদপুরে স্ত্রীকে হত্যার মামলায় আশরাফুল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী গোলাম রবানী ভুঁইয়া বলেন, ‘‘আসামি আশরাফুল তার স্ত্রী কুলসুম খাতুনকে (২২) শ্বাসরোধ করে হত্যা করেন। রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’’

আরো পড়ুন:

দুদকের মামলায় কারাগারে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা

কুষ্টিয়া কারাগারে হাজতির কার্ডিয়াক অ্যারেস্ট, হাসপাতালে মৃত্যু

তিনি আরো জানান, আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

দণ্ডপ্রাপ্ত আশরাফুল মোল্লা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিল সরাইল গ্রামের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন। মামলার অপর আসামিকে আদালত খালাস দিয়েছেন। 

মামলার বিবরণ অনুযায়ী, আশরাফুল মোল্লা দাহমাশী জুট মিলের শ্রমিক কোয়ার্টারে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট তার স্ত্রী কুলসুম খাতুনের মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় বাসার একটি কক্ষে পাওয়া যায়। নিহতের ভাই মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়, কুলসুমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  

ঢাকা/তামিম/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আশর ফ ল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ