মানিকগঞ্জের শিবালয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ উল্লাহ (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষক দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা জানান, মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে তার ছেলে। বাসা থেকে মাদ্রাসায় যাতায়াতে ইছামতী নদী পার হতে হয়। বয়সে ছোট হওয়ার কারণে ঝুঁকি হয়ে যেত ছেলেটির। এ কারণে ওই মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করত। এ সুযোগে সহকারী শিক্ষক মোহাম্মদ উল্লাহ রাতে নিজ ঘরে ডেকে নিয়ে দীর্ঘ ছয় মাস ধরে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তিনি।

তিনি আরো জানান, গত রবিবার (২৪ আগস্ট) রাতেও শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই শিক্ষকের নিপীড়নের কথা মাকে জানায়। বিষয়টি জানাজানি হওয়ার পর একটি পক্ষ এলাকায় আপসের চেষ্টা চালায়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন বলেন, “আবাসিক-অনাবাসিক মিলে ৭০ জন শিক্ষার্থী লেখাপড়া করে। আমি আজ সকালে মাদ্রাসায় আসার পর বিষয়টি জানতে পারি। স্থানীয়রা ওই শিক্ষককে উত্তেজিত হয়ে মারধর করেন। তার ব্যক্তিগত অপরাধের দায় আমার প্রতিষ্ঠান নেবে না।”

তার বিচার দাবি করেন তিনি।

শিবালয় থানার ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ শিক্ষক মোহাম্মদ উল্লাহকে ধরে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি শিশুটি ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

ঢাকা/জাহিদুল/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ