যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Published: 26th, August 2025 GMT
মানিকগঞ্জের শিবালয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ উল্লাহ (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষক দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে।
নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা জানান, মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে তার ছেলে। বাসা থেকে মাদ্রাসায় যাতায়াতে ইছামতী নদী পার হতে হয়। বয়সে ছোট হওয়ার কারণে ঝুঁকি হয়ে যেত ছেলেটির। এ কারণে ওই মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করত। এ সুযোগে সহকারী শিক্ষক মোহাম্মদ উল্লাহ রাতে নিজ ঘরে ডেকে নিয়ে দীর্ঘ ছয় মাস ধরে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তিনি।
তিনি আরো জানান, গত রবিবার (২৪ আগস্ট) রাতেও শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই শিক্ষকের নিপীড়নের কথা মাকে জানায়। বিষয়টি জানাজানি হওয়ার পর একটি পক্ষ এলাকায় আপসের চেষ্টা চালায়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন বলেন, “আবাসিক-অনাবাসিক মিলে ৭০ জন শিক্ষার্থী লেখাপড়া করে। আমি আজ সকালে মাদ্রাসায় আসার পর বিষয়টি জানতে পারি। স্থানীয়রা ওই শিক্ষককে উত্তেজিত হয়ে মারধর করেন। তার ব্যক্তিগত অপরাধের দায় আমার প্রতিষ্ঠান নেবে না।”
তার বিচার দাবি করেন তিনি।
শিবালয় থানার ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ শিক্ষক মোহাম্মদ উল্লাহকে ধরে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি শিশুটি ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।
ঢাকা/জাহিদুল/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r
একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)।