গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় ‘ডিবি পুলিশের ধাওয়ায়’ আমজাদ হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আমজাদ হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাঁঠালিয়া পাড়া এলাকায় ইদ্রিস আলীর ছেলে। তিনি কড্ডা এলাকায় বালুর ব্যবসা করেন। তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে।

আরো পড়ুন:

আবাসিক হোটেলে পুরুষ সঙ্গীসহ মাহিয়া মাহি ধরা

এক ভাইয়ের চোখ তুলে নিল দুই ভাই, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন আমজাদ হোসেন। এ সময় একটি মাইক্রোবাসে করে সাত-আটজন এসে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ ঘিরে ফেলেন। তাকে আটক করতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে ধাওয়া করা হলে কড্ডা এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন আমজাদ। পরে ওই লোকেরা চলে গেলে ওই ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী রাতভর নদে খোঁজাখুঁজি করেন। স্থানীয় লোকজন তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ৭টায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

স্বজনদের অভিযোগ, আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে হয়রানি করত।

আমজাদের বাবা ইদ্রিস আলী বলেন, ‘‘আমার ছেলেরে কত দিন ধইরা ডিবি পুলিশ ধইরা টেহা নেওয়ার চেষ্টা করতাছে। আমার বাবায় ডিবি পুলিশের কাছ থাইক্যা বাঁচার লাইগা নদীতে ঝাঁপ দিছে। এহনো আমার বাবারে খুঁইজ্যা পাইতাছি না।’’

এ ঘটনার পর ফেসবুক পোস্টে একজন লিখেছেন, ‘বেশ কিছুদিন ধরে আমজাদকে এভাবে হয়রানি করা হচ্ছিল। এ রকম ভুক্তভোগী আমাদের আশপাশে অনেকেই রয়েছেন। ডিবির কোন দল এসেছিল, সেটা জানি না। তবে যে গাড়ি নিয়ে এসেছিল, তার নম্বর-ঢাকা মেট্রো-চ ১৬-১৬৮৬।’

গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মো.

ইদ্রিস আলী বলেন, ‘‘সকাল থেকে তাকে (আমজাদ) আমরা খুঁজছি। এখন পর্যন্ত (বেলা সাড়ে তিনটা) তাকে পাওয়া যায়নি।’’

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আলম বলেন, ‘‘যে ব্যক্তি নিখোঁজ হয়েছেন, তার বাড়ি আমার থানা এলাকায় হলেও ঘটনাটি ঘটেছে কোনাবাড়ী থানা এলাকায়।’’

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, ‘‘নিখোঁজ ব্যক্তির পরিবার থানায় এসেছিল সাধারণ ডায়েরি (জিডি) করতে। কারা তাকে ধাওয়া করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’’

এ বিষয়ে জানতে গাজীপুর ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. আমির হোসেনের মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ঢাকা/রেজাউল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আমজ দ হ স ন এল ক য় ব যবস

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ