সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে ফের আলোচনায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (১ সেপ্টেম্বর) মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্মদিন। এ উপলক্ষে একটি স্ট্যাটাস দেন এই নায়ক। 

শাকিব খান তার পোস্টে লেখেন, “মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহম্মদ আতাউল গণি ওসমানীকে তার জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। দেশের প্রতি তার ভালোবাসা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” 

আরো পড়ুন:

জাতীয় কবিকে শাকিবের শ্রদ্ধা

‘প্রিন্স’: শাকিবের পারিশ্রমিক ৩ কোটি টাকা?

এর আগে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে দেওয়া তার স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সেই বিতর্কে জড়িয়ে শাকিব বলেছিলেন, “দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান আর ত্যাগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের সবার বিরত থাকা উচিত।” 

শাকিবের মতে, জাতির জন্য জীবন উৎসর্গ করা নেতাদের প্রতি সম্মান জানানো ব্যক্তি বা দলের বিষয় নয়, বরং তা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি মনে করেন, এসব ব্যক্তিত্বকে ঘিরে বিভাজন নয়—বরং একতা, সংহতি ও সম্মিলিত অনুপ্রেরণা তৈরি হওয়া উচিত।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

‌‘মানসিক ভারসম্যহীন’ ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোণার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, “ছেলের আঘাতে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন:

গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিহত মোস্তফা মিয়া একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অভিযুক্তের নাম সাজ্জাদ মিয়া (২৫)।

স্থানীয় সূত্র জানায়, সাজ্জাদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই অস্বাভাবিক আচরণ করেন এবং বিভিন্ন জায়গায় চলে যান। গতকাল শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মোস্তফা মিয়া। সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়া মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ