সুদানে ভূমিধসে হাজারের বেশি নিহত, লাশ উদ্ধারে সহযোগিতার আহ্বান
Published: 2nd, September 2025 GMT
পশ্চিম সুদানের মাররাহ পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধারে আন্তর্জাতিকভাবে সহযোগিতা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটির দাবি, পুরো গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মাত্র একজন জীবিত আছেন।
লিবারেশন মুভমেন্ট আর্মির নেতা আবদেল ওয়াহিদ মোহাম্মদ নূরের নেতৃত্বাধীন গোষ্ঠী জানায়, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর গত ৩১ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে নিহতদের লাশ উদ্ধারে সহযোগিতা চাওয়া হয়েছে।
উত্তর দারফুর রাজ্যে সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ থেকে পালিয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন মাররাহ পাহাড়ে। তবে সেখানে ছিল খাদ্য ও ওষুধের তীব্র সংকট।
দুই বছরের গৃহযুদ্ধে সুদানের অর্ধেকেরও বেশি মানুষ মারাত্মক খাদ্য সংকটে পড়েছেন। লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং উত্তর ডারফুরের রাজধানী সংঘর্ষের কবলে রয়েছে।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট