Risingbd:
2025-09-18@01:25:53 GMT

বল হাতে রশিদ খানের বিশ্বরেকর্ড

Published: 2nd, September 2025 GMT

বল হাতে রশিদ খানের বিশ্বরেকর্ড

দুর্দান্ত এক অর্জনে নাম লিখালেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড এখন তার দখলে।

সাম্প্রতিক সময়ে ফর্মের চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছিলেন এই লেগস্পিনার। আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্য হান্ড্রেডে গড়েছিলেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও। তবে শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আমিরাতের বিপক্ষে মাঠে নেমে যেন নতুন করে জানান দিলেন নিজের সামর্থ্যের।

আরো পড়ুন:

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য দৃশ্য: এক বলেই ২২ রান!

৫০০ ছুঁয়ে সাকিবের রেকর্ডময় ‘ডাবল’, অলরাউন্ড পারফরম‌্যান্সে হলেন ম‌্যান অব দ‌্য ম‌্যাচ

সোমবার অনুষ্ঠিত ম্যাচে আমিরাতকে ৩৮ রানে হারায় আফগানিস্তান। ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে করতে পারে মাত্র ১৫০ রান। বল হাতে আলো ছড়ান রশিদ খান। মাত্র ২১ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। আর এই তিন উইকেটই তাকে পৌঁছে দেয় বিশ্বরেকর্ডের শীর্ষে।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল নিউ জিল্যান্ডের সাবেক তারকা পেসার টিম সাউদির। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়েছিলেন তিনি। রশিদ মাত্র ৯৮ ম্যাচেই ভেঙে দিলেন সেই রেকর্ড, এখন তার ঝুলিতে রয়েছে ১৬৫ উইকেট।

শীর্ষ তালিকায় রশিদ ও সাউদির সঙ্গে জায়গা করে নিয়েছেন আরও কয়েকজন নামকরা বোলার। বাংলাদেশের সাকিব আল হাসান ১২৯ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। আর মোস্তাফিজুর রহমানের সংগ্রহ ১১৩ ম্যাচে ১৪২টি। এদিকে কিউই লেগস্পিনার ইশ সোধি আছেন ১৫০ উইকেট নিয়ে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা