সাতক্ষীরায় বাগানে উদ্ধার হওয়া মরদেহটি মন্দির কমিটির সভাপতির
Published: 3rd, September 2025 GMT
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া এলাকায় রাস্তার পাশের বাগান থেকে পাইথালী দুর্গা মন্দির কমিটির সভাপতি বিজন কুমার দের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লাল গেঞ্জি নীল প্যান্ট পরিহিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিজন কুমার দে ওই গ্রামের ভঞ্জন দের ছেলে ও মাছের পোনা ব্যবসায়ী ছিলেন।
আরো পড়ুন:
বাবলা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় পাওয়া সেই ৪ মরদেহের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, ‘‘বিজন কুমার দে বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং পাইথালী সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি ছিলেন।’’
বিজন কুমার দের বড় ছেলে প্রণব দে বলেন, ‘‘মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যান বাবা। এরপর আর ফিরে আসেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিল। সকালে মরদেহ উদ্ধারের খবর পাই। বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন। তদন্তের মাধ্যমে দ্রুত তার মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানাই।’’
নিহতের ভাই স্কুলশিক্ষক রঘুনাথ দে বলেন, ‘‘ভাই বাড়িতে একা এক ঘরে থাকতেন। তার স্ত্রী আগেই মারা গেছে। পুত্রবধূ রাতে ঘরে খাবার রেখে আসতেন। তিনি বাড়ি এসে খেয়ে নিতেন। বুধবার সকালে ঘরে গিয়ে দেখা যায়, খাবার যেভাবে রাখা ছিল; সেভাবেই রয়েছে। কিন্তু, তিনি বাড়ি ফেরেননি। পরে লোকজনের মাধ্যমে জানতে পারি, পার্শ্ববর্তী কুন্দড়িয়া চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে রয়েছে।’’
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’
আরো পড়ুন: বাবলা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঢাকা/শাহীন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ ব জন ক ম র দ মন দ র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫