সাতক্ষীরায় বাগানে উদ্ধার হওয়া মরদেহটি মন্দির কমিটির সভাপতির
Published: 3rd, September 2025 GMT
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া এলাকায় রাস্তার পাশের বাগান থেকে পাইথালী দুর্গা মন্দির কমিটির সভাপতি বিজন কুমার দের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লাল গেঞ্জি নীল প্যান্ট পরিহিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিজন কুমার দে ওই গ্রামের ভঞ্জন দের ছেলে ও মাছের পোনা ব্যবসায়ী ছিলেন।
আরো পড়ুন:
বাবলা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় পাওয়া সেই ৪ মরদেহের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, ‘‘বিজন কুমার দে বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং পাইথালী সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি ছিলেন।’’
বিজন কুমার দের বড় ছেলে প্রণব দে বলেন, ‘‘মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যান বাবা। এরপর আর ফিরে আসেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিল। সকালে মরদেহ উদ্ধারের খবর পাই। বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন। তদন্তের মাধ্যমে দ্রুত তার মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানাই।’’
নিহতের ভাই স্কুলশিক্ষক রঘুনাথ দে বলেন, ‘‘ভাই বাড়িতে একা এক ঘরে থাকতেন। তার স্ত্রী আগেই মারা গেছে। পুত্রবধূ রাতে ঘরে খাবার রেখে আসতেন। তিনি বাড়ি এসে খেয়ে নিতেন। বুধবার সকালে ঘরে গিয়ে দেখা যায়, খাবার যেভাবে রাখা ছিল; সেভাবেই রয়েছে। কিন্তু, তিনি বাড়ি ফেরেননি। পরে লোকজনের মাধ্যমে জানতে পারি, পার্শ্ববর্তী কুন্দড়িয়া চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে রয়েছে।’’
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’
আরো পড়ুন: বাবলা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঢাকা/শাহীন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ ব জন ক ম র দ মন দ র
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।